ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের স্রোত ও অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বৃহস্পতিবার (৫ জুন) ভোর থেকে দীর্ঘ যানজট দেখা দিয়েছে। টাঙ্গাইলের আশেকপুর বাইপাস থেকে যমুনা সেতু পূর্ব প্রান্ত পর্যন্ত প্রায় ২২ কিলোমিটার এলাকা জুড়ে যান চলাচল ব্যাহত হচ্ছে, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
এলেঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ জানান, হঠাৎ করে গাড়ির চাপ বেড়ে যাওয়ায় এবং সিরাজগঞ্জ অংশে সেতুর ওপারে যান চলাচলে ধীরগতি থাকায় সড়কে এই যানজট তৈরি হয়। ফলে যানবাহনগুলো থেমে থেমে চলছে। দক্ষিণমুখী যান চলাচল সাময়িকভাবে নিয়ন্ত্রণে আনা হয়েছে যাতে উত্তরের গাড়িগুলো সেতু পার হতে পারে।
তিনি আরও জানান, “ঈদের আগে যানবাহনের অতিরিক্ত চাপ এবং কিছু গাড়ির যান্ত্রিক ত্রুটির কারণে পরিস্থিতি জটিল হয়েছে, তবে পুলিশ সদস্যরা দিনরাত কাজ করে যাচ্ছেন যান চলাচল স্বাভাবিক করতে।”
যাত্রীরা অভিযোগ করেন, প্রচণ্ড গরমে ঘণ্টার পর ঘণ্টা বাসে বসে থাকতে হচ্ছে। নারী ও শিশুরা সবচেয়ে বেশি কষ্টে পড়ছেন। অনেকেই দ্রুত যানজট নিরসনের আহ্বান জানিয়েছেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, যানজট পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে।