Ridge Bangla

পদ্মায় ধরা ২২ কেজির পাঙাশ বিক্রি ৩৯,৬০০ টাকায়

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ধরা পড়া ২২ কেজি ওজনের একটি বিশাল পাঙাশ মাছ বিক্রি হয়েছে ৩৯ হাজার ৬০০ টাকায়। মাছটি মঙ্গলবার (৬ মে) বিকেলে মানিকগঞ্জের জাফরগঞ্জ এলাকার জেলে রফিক হালদারের জালে উঠে আসে।

পরে রফিক হালদার মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাটের পরিচিত মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখের সঙ্গে যোগাযোগ করেন। সম্রাট শাহজাহান মাছটি প্রতি কেজি ১ হাজার ৭০০ টাকা দরে মোট ৩৭ হাজার ৪০০ টাকায় কিনে নেন। পরে তিনি ঢাকার এক ধনী ব্যবসায়ীর কাছে মাছটি প্রতি কেজিতে ১০০ টাকা লাভে মোট ৩৯ হাজার ৬০০ টাকায় বিক্রি করেন। এতে তার লাভ হয় ২ হাজার ২০০ টাকা।

মাছটি আনা হয় দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটে অবস্থিত শাহজাহান শেখের নিজস্ব মৎস্য আড়তে। বিশাল আকৃতির এই পদ্মার পাঙাশ দেখতে ভিড় করেন স্থানীয় মানুষ ও মাছ ব্যবসায়ীরা। অনেকেই জানান, দীর্ঘদিন পর পদ্মা নদীতে এত বড় পাঙাশ দেখা গেল। মাছটি ছিল টাটকা ও সুস্থ।

এত বড় পাঙাশ ধরা পড়ায় গোয়ালন্দে ব্যাপক চাঞ্চল্য এবং উৎসাহের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা একে নদীর আশীর্বাদ হিসেবে

আরো পড়ুন