গাইবান্ধা সিদ্দিকিয়া কামিল মাদরাসা কেন্দ্রে দায়িত্বে অবহেলা এবং পরীক্ষার্থীদের অসৎ উপায়ে সহযোগিতা করার অভিযোগে কেন্দ্র সচিবসহ ২১ জন শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এই সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা গেছে, ওই দিন এসএসসি (দাখিল) পরীক্ষার গণিত বিষয়ের পরীক্ষা চলছিল। পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের একই সেট কোডে বিশেষ সুবিধা দিয়ে এমসিকিউ (বহু নির্বাচনী) অংশের উত্তর সরবরাহ করা হচ্ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ আল হাসান কেন্দ্র পরিদর্শনে যান এবং ঘটনার সত্যতা পান। এরপর পরীক্ষার্থীদের উত্তরপত্র যাচাই করে অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
এরপর মাদরাসার অধ্যক্ষ ও কেন্দ্র সচিব শরিফ আবু ইউসুফসহ দায়িত্বে থাকা ২১ জন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয় এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।
এছাড়া, অনিয়মে জড়িত থাকায় ৪৭ জন পরীক্ষার্থীর এমসিকিউ উত্তরপত্র বাতিল করে তাদের নির্ধারিত সেট কোড অনুযায়ী নতুনভাবে উত্তরপত্র পূরণ করানো হয়।