Ridge Bangla

ইন্দোনেশিয়ায় সেনা অভিযানে নিহত ১৮ বিচ্ছিন্নতাবাদী

ইন্দোনেশিয়ার পাপুয়া রাজ্যে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ১৮ জন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) দেশটির সেনাবাহিনীর একজন মুখপাত্র এই তথ্য জানান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর প্রকাশ করেছে।

ইন্দোনেশীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, পাপুয়ার ইনতন জয়া অঞ্চলে অভিযান চালায় তারা। অভিযানের সময় পাপুয়ান বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে গোলাগুলির ঘটনায় ১৮ জন নিহত হন। এছাড়া, ঘটনায় কমপক্ষে তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলেও জানিয়েছেন এক সরকারি কর্মকর্তা।

সেনাবাহিনীর মুখপাত্র ক্রিস্টোমেই সিয়ানতুরি এক বিবৃতিতে জানান, বুধবারের অভিযানে সামরিক বাহিনীর সদস্যরা বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ জব্দ করেন, যার মধ্যে রয়েছে অ্যাসল্ট রাইফেল, তীর-ধনুক এবং দেশীয় অস্ত্র। তবে অভিযানে সেনাবাহিনীর কোনো সদস্য হতাহত হননি বলে জানানো হয়।

এই অভিযানের বিষয়ে পাপুয়ান বিচ্ছিন্নতাবাদীদের এক মুখপাত্রকে মন্তব্যের জন্য অনুরোধ জানানো হলেও তিনি তাৎক্ষণিকভাবে সাড়া দেননি বলে জানিয়েছে রয়টার্স

উল্লেখ্য, ১৯৬৯ সালে নেদারল্যান্ডসের শাসনের অবসান ঘটে এবং জাতিসংঘের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এক গণভোটের মাধ্যমে পাপুয়া অঞ্চল ইন্দোনেশিয়ার অন্তর্ভুক্ত হয়। সেই সময় থেকেই খনিজ সম্পদে সমৃদ্ধ এই অঞ্চলের বিচ্ছিন্নতাবাদীরা স্বাধীনতার দাবিতে সশস্ত্র লড়াই চালিয়ে যাচ্ছে।

আরো পড়ুন