Ridge Bangla

১৭ পুলিশ সুপার বদলির তালিকা প্রকাশ

বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার পদমর্যাদার ১৭ কর্মকর্তাকে নতুন দায়িত্বে বদলি করা হয়েছে। এর মধ্যে ১০ জন কর্মকর্তাকে অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে চলতি দায়িত্বে বদলি করা হয়েছে।

সোমবার (১৯ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বদলিকৃত পুলিশ সুপারদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন:

  • এস এম নাসিরুদ্দিন (জিএমপি) → ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)

  • এম জহিরুল ইসলাম (শিল্পাঞ্চল পুলিশ) → পুলিশ সদর দপ্তর

  • ড. মাসুরা বেগম → পুলিশ সদর দপ্তরের এআইজি

  • আবদুল্লাহ আল মামুন (১৩ এপিবিএন) → ডিএমপি

  • মাহমুদা বেগম (সিএমপি) → শিল্পাঞ্চল পুলিশ

  • খালেদা বেগম (পুলিশ সদর দপ্তর) → এপিবিএন

  • এস এম শফিকুল ইসলাম (আরএমপি) → জিএমপির উপ-পুলিশ কমিশনার

অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব) হিসেবে যাঁরা বদলি হয়েছেন:

  • মো. জান্নাতুল হাসান → পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি

  • মো. শাহাব উদ্দীন (পাকশি রেলওয়ে পুলিশ) → রাজশাহী রেঞ্জ

  • আতিয়া হুসনা → পুলিশ সদর দপ্তর

  • শাহ মমতাজুল ইসলাম (পিবিআই) → রংপুর রেঞ্জ

  • আ স ম শামসুর রহমান ভুঁইয়া (ডিএমপি) → হাইওয়ে পুলিশ

  • মোহাম্মদ মনিরুল ইসলাম (এসবি) → পিবিআই

  • মো. কফিল উদ্দিন (নৌ পুলিশ) → শিল্পাঞ্চল পুলিশ

  • শেখ জয়নুদ্দীন (পিবিআই) → খুলনা রেঞ্জ

  • নুর রেজওয়ানা পারভীন (ট্যুরিস্ট পুলিশ) → পিবিআই

  • এ কে এম আক্তারুজ্জামান (এসবি) → এসবির অতিরিক্ত ডিআইজি

এই রদবদল প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে এবং পুলিশিং ব্যবস্থাপনায় গতিশীলতা নিশ্চিত করতেই নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

আরো পড়ুন