Ridge Bangla

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে তেহরিক-ই-তালেবানের ১৬ সদস্য নিহত

পাকিস্তানে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। সোমবার (২১ এপ্রিল) পাঞ্জাব ও খাইবার-পাখতুনখাওয়া প্রদেশজুড়ে পুলিশ, সেনাবাহিনী এবং কাউন্টার-টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি) যৌথভাবে একাধিক অভিযান পরিচালনা করে।

নিরাপত্তা বাহিনীর সূত্রে জানা গেছে, উত্তর ওয়াজিরিস্তানের গুলাম খান কাল্লা সীমান্ত এলাকা দিয়ে আফগানিস্তান থেকে প্রবেশের সময় অভিযান চালিয়ে ১৬ জন টিটিপি সদস্যকে হত্যা করা হয়েছে। নিহতরা সবাই নিষিদ্ধ ঘোষিত এই সন্ত্রাসী সংগঠনের সক্রিয় সদস্য ছিলেন।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজমাক ও দক্ষিণ ওয়াজিরিস্তানের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। দক্ষিণ ওয়াজিরিস্তানে নিহত হন টিটিপির অন্যতম নেতা জাবি উল্লাহ ওরফে জাকরান। এই অভিযানে নিরাপত্তা বাহিনীর কেউ হতাহত না হলেও এক স্থানীয় ব্যক্তি পায়ে গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।

অভিযানকে স্বাগত জানিয়ে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নেওয়াজ বলেন, “সন্ত্রাসের বিরুদ্ধে এই অভিযান দেশকে নিরাপদ রাখার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

উল্লেখ্য, ২০০৭ সাল থেকে টিটিপি পাকিস্তানে বিভিন্ন বোমা হামলা, হত্যাকাণ্ডসহ সহিংস কর্মকাণ্ড চালিয়ে আসছে। সংগঠনটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী গোষ্ঠী এবং আফগান-পাকিস্তান সীমান্ত এলাকায় সক্রিয়।

আরো পড়ুন