Ridge Bangla

ঈদগাঁওয়ে রাজস্ব ফাঁকির অভিযোগে ১৫৫টি গরু জব্দ

কক্সবাজারের ঈদগাঁও গরুর বাজারে রাজস্ব ফাঁকির অভিযোগে ১৫৫টি গরু জব্দ করেছেন ঈদগাঁও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শারমিন সুলতানা। মঙ্গলবার বিকেল আড়াইটার দিকে পরিচালিত এ অভিযানে গরুগুলো জব্দ করা হয়।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, মিয়ানমার থেকে চোরাইপথে আনা এবং রাজস্ব ফাঁকির সন্দেহে ঈদগাঁও বাজার থেকে গরুগুলো জব্দ করা হয়েছে। অভিযানের পর গরুগুলো ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হাকিমের জিম্মায় হস্তান্তর করা হয়। তবে বাজারের ইজারাদার আব্দুর রহিম দাবি করেছেন, গরুগুলো সম্পূর্ণ বৈধভাবে সাপ্তাহিক হাটে আনা হয়েছে।

ঈদগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাকিম বলেন, “অভিযানের বিষয়টি সত্য। কাগজপত্র যাচাই-বাছাই শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রশাসনিক কর্মকর্তা।” ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মছিউর রহমানও অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

আরো পড়ুন