গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১৫১ জন ফিলিস্তিনি। রবিবার (১৮ মে) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চালানো এই হামলায় নিহতদের মধ্যে বহু নারী ও শিশুও রয়েছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে গাজার উত্তরাঞ্চলে, যেখানে একদিনে ৬৯ জন নিহত হয়েছেন। ওই অঞ্চলে ইসরায়েলি বাহিনী সবচেয়ে তীব্র হামলা চালিয়েছে।
এর আগে দক্ষিণ গাজার আল-মাওয়াসির এলাকায় একটি আশ্রয়কেন্দ্রে বিমান হামলা চালায় ইসরায়েল। ঘুমন্ত অবস্থায় বাস্তুচ্যুত শিশু ও নারীদের ওপর চালানো ওই হামলায় প্রাণ হারিয়েছেন বহু নিরীহ মানুষ।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, ‘অপারেশন গিডিয়ন চ্যারট’-এর অংশ হিসেবে গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলে তারা নতুন করে স্থল অভিযান শুরু করেছে। তাদের দাবি, এই অভিযানে হামাসের ঘাঁটি, সুড়ঙ্গ ও ট্যাংকবিধ্বংসী অবস্থানে হামলা চালানো হয়েছে। আইডিএফ আরও জানিয়েছে, গত এক সপ্তাহে তারা ৬৭০টির বেশি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে।
আইডিএফ-এর ভাষ্য অনুযায়ী, এসব অভিযানে হামাসের বহু যোদ্ধা নিহত হয়েছে এবং বেশ কিছু অবকাঠামো ধ্বংস হয়েছে। পাশাপাশি গাজার কিছু অঞ্চল তাদের নিয়ন্ত্রণে এসেছে বলেও দাবি করেছে তারা। এদিকে টানা সহিংসতায় গাজার মানবিক পরিস্থিতি চরমে পৌঁছেছে।