পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে মধ্য কলকাতার বড়বাজার এলাকার মেছুয়ার ফলপট্টিতে অবস্থিত ঋতুরাজ হোটেলে এ ঘটনা ঘটে।
এনডিটিভি এবং হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, আগুন লাগার সময় হোটেলটিতে অনেকেই অবস্থান করছিলেন। কলকাতা পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা সাংবাদিকদের জানান, এখন পর্যন্ত ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আরও কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্তে একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, হোটেলটি ধোঁয়ার কারণে একটি গ্যাস চেম্বারে পরিণত হয়েছিল। জানালার কাচ ভেঙে ধোঁয়া বের করার পর ফায়ার সার্ভিসের কর্মীরা ভিতরে ঢোকার সুযোগ পান। রাত তিনটার পর হোটেলের ভিতরে আটকে পড়া সবাইকে উদ্ধার করা সম্ভব হয়।
প্রাথমিকভাবে জানা গেছে, ১৩ জনের মৃত্যু হয়েছে ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে। নিহতদের অধিকাংশই নিজ নিজ কক্ষে আটকে ছিলেন। কিছু মরদেহ হোটেলের সিঁড়িতে পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তারা ছাদে যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু ধোঁয়ায় দমবন্ধ হয়ে মারা যান।
ঘটনার পরপরই কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ঘটনাস্থলে যান। তিনি সাংবাদিকদের বলেন, “কীভাবে এই ঘটনা ঘটল, তা দমকল ও পুলিশ খতিয়ে দেখবে। এফআইআর দায়ের করা হবে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে।”