নাটোরের বড়াইগ্রামে ঝড়-বৃষ্টির সময় বাড়ির একটি পুরনো প্রাচীর ধসে পড়ায় বিথি খাতুন (১২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২১ মে) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে উপজেলার মাঝগ্রাম ইউনিয়নের আগ্রান গ্রামে এই দুর্ঘটনা ঘটে। বিথি ওই এলাকার কৃষক আবু বক্করের বড় মেয়ে এবং স্থানীয় একটি বেসরকারি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় প্রবল ঝড় ও ভারী বৃষ্টি শুরু হলে বিথি বাড়ির প্রাচীরের পাশে থাকা একটি কলের কাছে হাত-পা ধুচ্ছিল। হঠাৎই দুর্বল ও পুরনো প্রাচীরটি ধসে পড়ে তার ওপর। বিকট শব্দে ভেঙে পড়া দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সে গুরুতর আহত হয়। পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে দ্রুত বনপাড়া বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিথির চাচাতো ভাই হালিম হোসেন বলেন, “এই করুণ মৃত্যু শুধু একটি পরিবারের নয়, গোটা গ্রামের অপূরণীয় ক্ষতি। স্কুলে মনোযোগী বিথি স্বপ্ন দেখত একদিন শিক্ষক হবে এবং গ্রামের শিশুদের পড়াবে।”
বিথির মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শত শত মানুষ তার বাড়িতে ভিড় করেছেন। অনেকেই এমন মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”