কুষ্টিয়ায় যুবলীগের একটি মিছিলে অংশ নেওয়ার সময় কোদাল ও ঝুড়ি হাতে ১০ জন দিনমজুরকে আটক করেছে পুলিশ। রবিবার সকাল ১০টার দিকে শহরের জেলখানা মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—সালাম সর্দার (৪৫), আলতাফ শেখ (৩৫), সূর্য শেখ (৫৭), আলম খান (৪৮), মোতালেব (৫৫), খোসবার ঘরামি (৫০), ফরিদ ব্যাপারী (৪৫), সাইদুর রহমান (৫৫), নজিম উদ্দিন মন্ডল (৫৫) ও আব্দুল খালেক (৬৫)। তারা সবাই জেলার বিভিন্ন গ্রামের শ্রমজীবী মানুষ।
স্বজনদের দাবি, প্রতিদিনের মতো সকালে তারা ছয়রাস্তা মোড়ে কাজের খোঁজে গেলে এক ব্যক্তি ৬০০ টাকা হাজিরায় বালু ফেলার কাজের কথা বলে তাদের জেলখানা মোড়ে নিয়ে যায়। সেখানে যুবলীগের একটি মিছিল সামনে এলে তারা কোদাল-ঝুড়িসহ মিছিলে দাঁড়ায়, ঠিক তখনই পুলিশ এসে তাদের আটক করে।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন, রাজনৈতিক ব্যানারে সামনে দাঁড়িয়ে মিছিলে অংশ নিতে বলা হয়েছিল তাদের। পুলিশ নাশকতার উদ্দেশ্য সন্দেহে বিস্ফোরক আইনে মামলা দায়ের করে তাদের আদালতে পাঠিয়েছে।