Ridge Bangla

৯ মাসেই শেষ টম ক্রুজ–আনা ডি আরমাসের সম্পর্ক

হলিউডের আলোচিত জুটি টম ক্রুজ (৬১) এবং আনা ডি আরমাস (৩৬)-এর সম্পর্ক মাত্র ৯ মাসেই শেষ হলো। ব্রিটিশ পত্রিকা ‘দ্য সান’-এর প্রতিবেদনে বলা হয়েছে, পারস্পরিক সম্মতিতে তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন ‘শুধু বন্ধু’ হিসেবেই থেকে যাবেন। এই বিচ্ছেদ এমন সময় প্রকাশিত হলো, যখন মহাকাশে বিয়ের গুঞ্জন এবং একসঙ্গে নতুন ছবিতে কাজ করার পরিকল্পনা চলছিল।

ঘনিষ্ঠ সূত্র জানায়, টম ও আনা দুজনেই অনুভব করেছিলেন যে তাদের ‘রোমান্টিক আকর্ষণ’ কমে গেছে। সূত্রটি নিশ্চিত করেছে, যদিও জুটি একসঙ্গে দারুণ সময় কাটিয়েছেন, সম্পর্কের পথচলা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ভালো বন্ধু হিসেবে তারা একে অপরের পাশে থাকবেন।

সম্পর্ক ভাঙলেও পেশাগত সহযোগিতা অব্যাহত থাকবে। আসন্ন চলচ্চিত্রের কাজ থেমে যায়নি; আনা ইতিমধ্যেই টম ক্রুজের পরবর্তী থ্রিলার ‘ডিপার’-এ কাস্ট হয়েছেন। টম ক্রুজ ও আনার সম্পর্ক প্রথম প্রকাশ্যে আসে ভারমন্টে ছুটি কাটানোর সময় হাত ধরাধরি করে ছবি বের হওয়ার মাধ্যমে। এরপর তারা মাদ্রিদ ও লন্ডনে রোমান্টিক ভ্রমণে দেখা যায়। হেলিকপ্টারের ড্রাইভিং সিটে টম এবং আনার সেই রোমাঞ্চকর মুহূর্ত নজর কেড়েছিল সবার। এছাড়া ডেভিড বেকহামের ৫০তম জন্মদিনের অনুষ্ঠানে ও ওয়েম্বলি স্টেডিয়ামে ‘ওয়েসিস’ কনসার্টেও তারা একসঙ্গে উপস্থিত ছিলেন।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন