মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) এবং সমমান পরীক্ষা আগামীকাল, বৃহস্পতিবার ৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে। এবারে মোট ১৯ লাখ ২৮ হাজার ১৮১ শিক্ষার্থী পরীক্ষা দেবেন। এই বছরের পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসে এবং সব বিষয়ে পূর্ণ নম্বর ও সময়ে অনুষ্ঠিত হবে।
প্রথম পরীক্ষা হিসেবে বাংলা প্রথম পত্রের মাধ্যমে এসএসসি তত্ত্বীয় পরীক্ষা শুরু হবে। পরীক্ষা চলবে ১৩ মে পর্যন্ত, সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। তত্ত্বীয় পরীক্ষা শেষে ১৫ মে থেকে ২২ মে পর্যন্ত এসএসসি ও সমমানের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া দাখিল পরীক্ষা কুরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষা দিয়ে শুরু হবে। ১৩ মে পর্যন্ত দাখিলের তত্ত্বীয় পরীক্ষা চলবে, এবং ১৪ থেকে ১৮ মে ব্যবহারিক পরীক্ষা হবে।
এসএসসি ও দাখিল ভোকেশনাল শিক্ষার্থীরা ৯ এপ্রিল বাংলা-২ বিষয়ে পরীক্ষা দেবেন, এবং ১৩ মে ইংরেজি-২ পরীক্ষা দিয়ে তাদের তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে। ১৩ থেকে ২২ মে এর মধ্যে ব্যবহারিক পরীক্ষা এবং ২৩ মে থেকে ১ জুলাই পর্যন্ত বাস্তব প্রশিক্ষণ চলবে।
পরীক্ষার্থীদের ৩০ মিনিট আগে পরীক্ষার কেন্দ্রতে পৌঁছাতে হবে। ইতোমধ্যে পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষা প্রশাসন। এই বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন শিক্ষার্থী, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন।
সুষ্ঠু, সুন্দর এবং নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজনের জন্য সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়া, নকল বা অসদুপায় অবলম্বন করলে এবং প্রশ্নফাঁসের ঘটনা ঘটালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে শিক্ষা বোর্ডগুলো।