Ridge Bangla

৯৯৯–এ ফোন, মিরপুরের বাসা থেকে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার

লাশ

রাজধানীর মিরপুর ১১ নম্বর সেকশনের একটি বাসা থেকে মাশরুর রহমান (৬৫) নামের এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ ফোন পেয়ে পল্লবী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, মাশরুর রহমান মিরপুর–১১ এর এ–ব্লকের ২ নম্বর লেনের ৯ নম্বর সড়কের একটি বাড়ির ষষ্ঠ তলায় একা ভাড়া থাকতেন। তাঁর স্ত্রী আগেই মারা গেছেন এবং সন্তানরা আলাদা থাকেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ফ্ল্যাট থেকে তীব্র দুর্গন্ধ বের হতে থাকে। বিষয়টি টের পেয়ে প্রতিবেশীরা মাশরুরের ছেলেদের খবর দেন। পরে তাঁরা ৯৯৯–এ ফোন করলে পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্থানীয় লোকজন দরজা ভেঙে ভেতরে ঢুকে বিছানায় পড়ে থাকা তাঁর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, মাশরুরের শরীরে আঘাত বা কোনো ধরনের ক্ষতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলেই ধারণা করা হচ্ছে। পরিবারের বরাত দিয়ে তিনি আরও জানান, ঈদের আগের দিন রোববার রাত সাড়ে ৯টার দিকে পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে সর্বশেষ দেখা করেছিলেন। এরপর আর কারো সঙ্গে যোগাযোগ হয়নি।

আরো পড়ুন