Ridge Bangla

‘৮ আগস্ট’ নতুন বাংলাদেশ দিবস, ‘১৬ জুলাই’ শহীদ আবু সাঈদ দিবস ঘোষণা

সরকার ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ এবং ১৬ জুলাইকে ‘শহীদ আবু সাঈদ দিবস’ হিসেবে ঘোষণা করেছে। বুধবার (২৫ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পৃথক দুটি পরিপত্র জারি করে জানানো হয়, দিবস দুটি প্রতি বছর ‘খ’ শ্রেণিভুক্ত জাতীয় দিবস হিসেবে যথাযথ মর্যাদায় পালিত হবে।

৮ আগস্ট দিনটিকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান ও রাজনৈতিক রূপান্তরের স্মরণে। এই দিনে আওয়ামী লীগ সরকারের পতনের পর, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, যা বাংলাদেশের ইতিহাসে এক নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করে।

অন্যদিকে, ১৬ জুলাই স্মরণ করা হবে শহীদ আবু সাঈদকে। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন। তার আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে দিনটি ‘শহীদ আবু সাঈদ দিবস’ হিসেবে পালিত হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনের নিয়ম অনুযায়ী এই দুটি দিবসকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং গণমাধ্যমকে দিবসগুলোর তাৎপর্য তুলে ধরার জন্য অনুরোধ জানানো হয়েছে।

সরকার আশা করছে, এই উদ্যোগ নতুন প্রজন্মকে দেশের সমসাময়িক ইতিহাস সম্পর্কে সচেতন করবে এবং নাগরিক দায়িত্ব ও গণতান্ত্রিক মূল্যবোধ জাগ্রত করতে সহায়ক হবে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন