Ridge Bangla

৮৬ বলে ২৪৪ রান! রানতাড়ায় অবিশ্বাস্য বিশ্বরেকর্ড গড়লো বুলগেরিয়া

ক্রিকেট বিশ্বে বুলগেরিয়ার নাম খুব একটা আলোচিত নয়। ব্যাট-বল কিংবা চার-ছক্কার খেলায় দলটি কখনোই আলোচনায় ছিল না। কিন্তু এবার সেই বুলগেরিয়াই টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে গড়েছে এক অবিশ্বাস্য বিশ্বরেকর্ড। সবচেয়ে কম বলে ২০০ বা তার বেশি রানের লক্ষ্য তাড়ার রেকর্ড গড়েছে তারা।

জিব্রাল্টারের দেওয়া ২৪৫ রানের বিশাল লক্ষ্য মাত্র ১৪ ওভার ২ বল বা ৮৬ বলেই পেরিয়ে যায় বুলগেরিয়া। এই জয়ে তাদের রানরেট দাঁড়ায় ১৭.০২, যা টি-টোয়েন্টি ইতিহাসে নজিরবিহীন।

সোফিয়ায় আয়োজিত ত্রিদেশীয় সিরিজে (বুলগেরিয়া, তুরস্ক ও জিব্রাল্টার) এই অসাধারণ রেকর্ড গড়ে স্বাগতিকরা। উইজডেন জানিয়েছে, ২০০ বা তার বেশি রানের লক্ষ্য তাড়ায় এটি সবচেয়ে দ্রুততম জয়। এর আগে সবচেয়ে দ্রুত ২০০ রান তাড়ার রেকর্ড ছিল সার্বিয়ার দখলে, যারা ১৪ ওভার ১ বলে জিতেছিল স্লোভেনিয়ার বিপক্ষে।

এই ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২৪৩ রান তোলে জিব্রাল্টার। বিশাল লক্ষ্য তাড়ায় শুরু থেকেই বিধ্বংসী ব্যাটিং শুরু করে বুলগেরিয়া। ওপেনার ইসা জারু ও রিস্টো ল্যাকভ ৪.২ ওভারে করেন ৬২ রান। ল্যাকভ ১৯ রানে আউট হলেও জারু খেলেন ২৪ বলে ৬৯ রানের দুর্দান্ত ইনিংস। এরপর মিলান গোগেভ (২৭ বলে ৬৯) ও মান্নান বশির (২১ বলে ৭০*) মিলে ১৪.২ ওভারেই নিশ্চিত করেন দলের ঐতিহাসিক জয়।

পুরো ম্যাচে মাত্র ২০৯ বলে দুই দল মিলে করে ৪৬৫ রান, যেখানে গড় স্ট্রাইকরেট ছিল ২২২.৪৮। পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি অন্যতম রেকর্ড। ২০০ রানের লক্ষ্য তাড়ায় এটি নিঃসন্দেহে বিশ্বরেকর্ড, কারণ এর আগে এত কম বলে এত বড় লক্ষ্য কেউই তাড়া করতে পারেনি।

আরো পড়ুন