বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের জীবন্ত কিংবদন্তি সৈয়দ আব্দুল হাদী ২০২৫ সালের ১ জুলাই পা রাখলেন জীবনের ৮৫তম বছরে। আধুনিক, দেশাত্মবোধক ও চলচ্চিত্রের বহু কালজয়ী গান উপহার দিয়ে তিনি বাঙালির হৃদয়ে গেঁথে আছেন এক অবিচ্ছেদ্য নাম হিসেবে।
জন্মদিনে নেই কোনো জাঁকজমক আয়োজন। বরাবরের মতোই সাদামাটা ভাবেই দিনটি কাটাচ্ছেন এই বর্ষীয়ান শিল্পী। নিজেই বলেন, “জন্মদিন নিয়ে কখনোই বিশেষ আগ্রহ ছিল না, এখনও নেই। পরিবারের সঙ্গে সময় কাটাই—এইটুকুই আমার আনন্দ।”
তিনি আরও বলেন, “৮৫তম জন্মদিন বলে কিছু আলাদা মনে হয় না। মানুষ বাঁচলে বয়স বাড়বেই। আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন, সেটাই সবচেয়ে বড় পাওয়া। সবার কাছে দোয়া চাই যেন সুস্থ থাকি, ভালো থাকি, আরও কিছু ভালো গান গেয়ে যেতে পারি।”
সঙ্গীতের প্রতি তার ভালোবাসা ছিল নিঃস্বার্থ। প্রাপ্তি নয়, ভালোবাসা থেকেই গান করে গেছেন তিনি। তবে শ্রোতাদের ভালোবাসাকেই জীবনের সবচেয়ে বড় অর্জন বলে মনে করেন হাদী।
উল্লেখযোগ্যভাবে, আজ থেকে এক দশক আগে তার জন্মদিন উপলক্ষে ‘তুমি ছুঁয়েছো নীলিমার নীল’ নামে একটি বিশেষ গান তৈরি হয়েছিল। গানটির কথা লিখেছিলেন ওমর ফারুক, সুর-সংগীতায়োজন করেছিলেন প্রয়াত ফরিদ আহমেদ। এতে কণ্ঠ দিয়েছিলেন ফাহমিদা নবী, মুহিন, চম্পাসহ আরও অনেকে। গানটি সঙ্গীতপ্রেমীদের কাছে আজও স্মরণীয়।