মুক্তির সপ্তম দিনেই বক্স অফিসে রেকর্ড গড়ছে বলিউডের হিট সিনেমা ‘কুলি’। নির্মাতা লোকেশ কনাগারাজ পরিচালিত এই সিনেমা দর্শকপ্রিয়তায় একের পর এক নজির স্থাপন করছে। ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, মুক্তির দিনে একইসাথে প্রেক্ষাগৃহে আসা ‘ওয়ার ২’-কে পিছিয়ে দিয়েছে ‘কুলি’।
‘কুলি’ ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পায়। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত। অন্যদিকে ‘ওয়ার ২’-তে অভিনয় করেছেন হৃতিক রোশন, জুনিয়র এনটিআর ও কিয়ারা আদভানি। মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতায় বক্স অফিসে ‘কুলি’ এগিয়ে রয়েছে। সিনেমাটি ভারতের বাজারে সবচেয়ে দ্রুত ২০০ কোটি আয় করার রেকর্ডও স্থাপন করেছে।
ভারতীয় বক্স অফিসের হিসাব অনুযায়ী, মুক্তির প্রথম ছয় দিনে ‘কুলি’র আয় হয়েছে ২০৭.৯ কোটি রুপি, বিশ্বব্যাপী পাঁচ দিনে আয় হয়েছে ৩৫০ কোটি রুপি। এছাড়া, অ্যামাজন প্রাইমে স্বত্ত্ব বিক্রি থেকে ১২০ কোটি রুপি আয় হয়েছে। সব মিলিয়ে সিনেমার মোট আয় দাঁড়িয়েছে ৬৭৭ কোটি রুপি। শুধু প্রেক্ষাগৃহের আয় হিসাব করলে ‘কুলি’ এখন ৫৫৭ কোটি রুপি আয় করেছে।
সিনেমার থ্রিল আর রহস্যপূর্ণ আবহ দর্শকদের আকৃষ্ট করেছে। রজনীকান্ত ছাড়াও এতে অভিনয় করেছেন আমির খান, দক্ষিণী তারকা নাগার্জুন, উপেন্দ্র, শ্রুতি হাসান, সত্যরাজ। বিশেষ আকর্ষণ হিসেবে সিনেমায় রয়েছেন পূজা হেগড়ে। দর্শকরা সিনেমার অ্যাকশন, রহস্য ও নকশা করা দৃশ্যের প্রশংসা করছেন।
‘কুলি’ বক্স অফিসে শুধু রেকর্ডই নয়, দর্শকপ্রিয়তার দিক থেকেও নতুন মানদণ্ড স্থাপন করেছে। আগামিদিনে সিনেমার আয় আরও ৭০০ কোটির লক্ষ্য অতিক্রম করতে পারে বলে আশা করা হচ্ছে।