ফিলিপাইন কেঁপে উঠেছে শক্তিশালী ভূমিকম্পে। মঙ্গলবার (২৪ জুন) সকালে রিখটার স্কেলে ৬ দশমিক ১ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে দেশটির পূর্বাঞ্চলে। তবে এখন পর্যন্ত কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম সামা টিভি।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্যমতে, ভূমিকম্পটি স্থানীয় সময় সকাল ৭টা ২৮ মিনিটে ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল দাভাও অক্সিডেন্টাল প্রদেশের নিকটবর্তী এলাকায়, ১০১ কিলোমিটার গভীরে এবং প্রায় ৭০ কিলোমিটার দূরে।
সারাঙ্গানির দ্বীপের এক প্রাদেশিক উদ্ধারকর্মী মারলাউইন ফুয়েন্তেস বার্তা সংস্থা এএফপিকে জানান, ‘ভূমিকম্পটি তেমন শক্তিশালী ছিল না, তবে অফিসের টেবিল ও কম্পিউটার প্রায় পাঁচ সেকেন্ড কেঁপে উঠেছিল।’
ভূমিকম্পটির পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি এবং তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্যও পাওয়া যায়নি। প্রশান্ত মহাসাগরীয় ভূমিকম্পপ্রবণ এলাকা ‘রিং অফ ফায়ার’-এ অবস্থানের কারণে ফিলিপাইনে ভূমিকম্প প্রায় নিয়মিত ঘটনা হলেও অধিকাংশই তুলনামূলকভাবে দুর্বল হয়ে থাকে।