Ridge Bangla

৬ সেপ্টেম্বর পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী

বাংলাদেশের আকাশে রবিবার (২৪ আগস্ট) কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সফর মাস ৩০ দিনে পূর্ণ হবে এবং আগামী ৬ সেপ্টেম্বর (শনিবার) সারাদেশে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)।

জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে বাদ মাগরিব অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টার ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন।

প্রতি বছর হিজরি বর্ষপঞ্জির ১২ রবিউল আউয়াল তারিখে মুসলমানরা ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করে থাকেন। এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ একই দিনে মহানবী হজরত মুহম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস পালিত হয়। এ উপলক্ষে বাংলাদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়।

ঐতিহাসিক তথ্যে জানা যায়, খ্রিস্টাব্দ ৫৭০ সালের রবিউল আউয়াল মাসের ১২ তারিখে মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন বিশ্বনবী হজরত মুহম্মদ (সা.)। ইসলামের আলো ছড়িয়ে দিয়ে তিনি মানবজাতির মুক্তির দিশারী হিসেবে আবির্ভূত হন। ৬৩ বছর বয়সে একই দিনে তিনি ইন্তেকাল করেন। ফলে দিনটি মুসলিম উম্মাহর কাছে একইসাথে শোক ও অনুপ্রেরণার দিন হিসেবে বিবেচিত।

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে দিনটি যথাযোগ্য মর্যাদায় ধর্মীয় আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে পালন করা হবে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন