ওভাল টেস্টের শেষ দিনে মাত্র ৩৫ রান দরকার ছিল ইংল্যান্ডের, হাতে ছিল ৪ উইকেট, এবং ক্রিজে ছিলেন ইন ফর্ম ব্যাটার জেমি স্মিথ। এমন সহজ সমীকরণেও জয় ছিনিয়ে নিতে পারেনি স্বাগতিকরা। কারণ ভারতের বোলাররা শেষ মুহূর্তে তুলে নেন ইতিহাস গড়া এক জয়। ভারতের দেওয়া ৩৭৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ৩৬৭ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড, ফলে ৬ রানের শ্বাসরুদ্ধকর জয় তুলে নেয় গুভমান গিলের নেতৃত্বাধীন ভারত। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজ ২-২ সমতায় শেষ করে ভারত।
ইংল্যান্ডের পক্ষে হ্যারি ব্রুক (১১১), জো রুট (১০৪) ও বেন ডাকেট (৫৪) অসাধারণ ব্যাটিং করেন। কিন্তু শেষ দিকের ব্যাটসম্যানরা দায়িত্ব নিতে না পারায় পরাজয় এড়াতে পারেনি স্বাগতিকরা। জো রুট আউট হওয়ার পর মাত্র ৩০ রানের ব্যবধানে শেষ ৪ উইকেট হারিয়ে ম্যাচ হেরে যায় ইংল্যান্ড।
চতুর্থ দিন বৃষ্টির কারণে এক বলও মাঠে গড়ায়নি, তাই পঞ্চম দিনে জমে ওঠে টেস্টের উত্তেজনা। ভারতের জয়ের নায়ক মোহাম্মদ সিরাজ পুরো ইনিংসে ৫ উইকেট নেন। ম্যাচের শেষ ওভারে বল হাতে অসাধারণ স্পেল উপহার দিয়ে নিজেই নিশ্চিত করেন ভারতের জয়।
ম্যাচ শেষে ভারতের খেলোয়াড়রা ছুটে যান আহত ওকসের কাছে, যিনি এক হাতে খেলে দৃষ্টান্ত স্থাপন করেছেন। এরপর তারা পুরো মাঠ ঘুরে ‘ল্যাপ অফ অনার’ দেন এবং সমর্থকদের সঙ্গে ভাগ করে নেন ঐতিহাসিক এই জয়।
সংক্ষিপ্ত স্কোর
ভারত প্রথম ইনিংস: ২২৪/১০ (করুন নায়ার ৫৭, সাই সুদর্শন ৩৮; গাস অ্যাটকিনসন ৫/৩৩, জশ টাঙ ৩/৫৭)
ইংল্যান্ড প্রথম ইনিংস: ২৪৭/১০ (জ্যাক ক্রলি ৬৪, হ্যারি ব্রুক ৫৩; মোহাম্মদ সিরাজ ৪/৮৬, প্রসিধ কৃষ্ণা ৪/৬২)
ভারত দ্বিতীয় ইনিংস: ৩৯৬/১০ (জশস্বী জয়সওয়াল ১১৮, আকাশ দিপ ৬৬; জশ টাঙ ৫/১২৫, গাস অ্যাটকিনসন ৩/১২৭)
ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস: ৩৬৭/১০ (হ্যারি ব্রুক ১১১, জো রুট ১০৫; মোহাম্মদ সিরাজ ৫/১০৪, প্রসিধ কৃষ্ণা ৪/১২৬)
ফলাফল: ভারত ৬ রানে জয়ী
সিরিজ: ২-২ সমতায় শেষ