Ridge Bangla

৬০ বছরের পর বন্ধ হচ্ছে ভারতের ঐতিহ্যবাহী পারসি ম্যাগাজিন ‘পারসিয়ানা’

ভারতের প্রাচীন ও পরিচিত পারসি সাময়িকী পারসিয়ানা প্রকাশের ৬০ বছর পর বন্ধ হয়ে যাচ্ছে। দীর্ঘদিনের আর্থিক সংকট, কমতে থাকা সাবস্ক্রিপশন এবং উত্তরসূরির অভাব এই সিদ্ধান্তের মূল কারণ বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আগামী অক্টোবরেই শেষ সংখ্যা প্রকাশিত হবে।

১৯৬৪ সালে পারসি চিকিৎসক পেস্টোনজি ওয়ার্ডেন এই ম্যাগাজিন চালু করেন। প্রথমদিকে এটি মাসিক সংখ্যা হিসেবে প্রকাশিত হতো, যেখানে পারসি সমাজ ও চিকিৎসাবিষয়ক প্রবন্ধ স্থান পেত। ১৯৭৩ সালে সাংবাদিক জেহাঙ্গীর প্যাটেল মাত্র এক রুপিতে ম্যাগাজিনটি কিনে নেন এবং এটি দ্বিসাপ্তাহিক সংখ্যা হিসেবে রূপান্তরিত হয়। প্যাটেলের হাত ধরে পারসিয়ানা পরিণত হয় সংবেদনশীল পারসি ইস্যু ও রসাত্মক প্রতিবেদন প্রকাশের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে।

১৯৮৭ সালে ম্যাগাজিনটি প্রথমবার আন্তঃধর্মীয় বিয়ের বিজ্ঞাপন প্রকাশ করে, যা রক্ষণশীল পারসি সমাজে আলোড়ন সৃষ্টি করে। তারপরও সম্পাদকীয় দল তাদের সিদ্ধান্তে অটল থাকে। পরবর্তী বছরগুলোতে পারসিয়ানা পারসি সমাজের সংকট, জনসংখ্যা হ্রাস, ‘টাওয়ার অব সাইলেন্স’-এর অবক্ষয়সহ বিভিন্ন বিষয় নিয়েও প্রতিবেদন প্রকাশ করে। পাশাপাশি সম্প্রদায়ের অর্জন, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান এবং নতুন প্রতিষ্ঠানগুলোর খবরও নিয়মিত তুলে ধরতো।

বিদায়ের খবর ছড়িয়ে পড়ার পর দেশ-বিদেশ থেকে পাঠকরা আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ লিখেছেন, “এটি এক যুগের অবসান,” আবার কেউ বলেছেন, এটি বিশ্বব্যাপী জরথুস্ত্রীয় সম্প্রদায়ের সেতুবন্ধন। শেষ সংখ্যাগুলোতে ম্যাগাজিনটির দীর্ঘ যাত্রা ও ঐতিহ্য নিয়ে বিশেষ প্রতিবেদন থাকবে। প্যাটেল জানিয়েছেন, বিদায়ের দিন কোনো আয়োজন হবে না, শুধুই একসঙ্গে লাঞ্চ করা হতে পারে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন