Ridge Bangla

৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি: কিভাবে সুপারিশপত্র ডাউনলোড করবেন ও পূর্ণাঙ্গ নির্দেশিকা

দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক সংকট নিরসনে বড় পদক্ষেপ নিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় এমপিওভুক্ত শূন্যপদে ৪১ হাজার ৬২৭ জন প্রার্থীকে শিক্ষক পদে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। একটি উল্লেখযোগ্য সিদ্ধান্তে প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন চলমান থাকা অবস্থাতেই অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়েছে। এর ফলে দ্রুত শ্রেণিকক্ষে শিক্ষক নিশ্চিত করা সম্ভব হবে।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এই ফলাফল শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরারের কাছে হস্তান্তর করেন।

প্রতিষ্ঠান ও প্রার্থীদের জন্য জরুরি নির্দেশনা: এনটিআরসিএ জানিয়েছে, সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের তালিকা এবং সুপারিশপত্র ইতোমধ্যে ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

প্রতিষ্ঠানের করণীয়: শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা টেলিটকের নির্দিষ্ট ওয়েব পোর্টাল (http://ngi.teletalk.com.bd) থেকে নিজ নিজ ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে সুপারিশপত্র ডাউনলোড করতে পারবেন। প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচিত প্রার্থীদের অনুকূলে নিয়োগপত্র জারি করতে হবে।

প্রার্থীদের করণীয়: নিয়োগপত্র পাওয়ার পর প্রার্থীদের সাত (৭) কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগদান করতে হবে। প্রার্থীরা এনটিআরসিএ’র ওয়েবসাইট (www.ntrca.gov.bd) এবং টেলিটকের পোর্টাল (http://ngi.teletalk.com.bd) থেকে নিজ নিজ ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ফলাফল দেখতে পারবেন।

এনটিআরসিএ আরও জানিয়েছে, টেকনিক্যাল কারণে কোনো প্রার্থী বা প্রতিষ্ঠান এসএমএস না পেলেও ওয়েবসাইট থেকে সরাসরি ফলাফল জেনে নেওয়ার সুযোগ রয়েছে। ওয়েবসাইটে “৬ষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি–২০২৫” নামক সেবা বক্সে এই সংক্রান্ত সকল তথ্য পাওয়া যাবে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন