Ridge Bangla

৫.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো পাকিস্তান

শক্তিশালী ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে পাকিস্তানের বিভিন্ন এলাকা। শনিবার (২ আগস্ট) সামা টিভি ও আরব নিউজের প্রতিবেদনে জানানো হয়, শুক্রবার (১ আগস্ট) রাতে আঘাত হানা এই ভূমিকম্পের উৎপত্তি আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে। ইউরো-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী, এটি স্থানীয় সময় রাত ২টার কিছু পরে আফগানিস্তানের বাঘলান থেকে ১২১ কিলোমিটার পূর্বে, ১২৪ কিলোমিটার গভীরে সংঘটিত হয়।

ইসলামাবাদের বাসিন্দা কানওয়াল খান আরব নিউজকে বলেন, “আমরা ঘুমাচ্ছিলাম, ঠিক তখনই রাত ২টার দিকে হঠাৎ এক ঝাঁকুনিতে আমাদের ঘুম ভেঙে গেল।”

ভূমিকম্পের কম্পন ইসলামাবাদ, পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়। লাহোর, ইসলামাবাদ, মুরি, সারগোধা, ওয়াহ ক্যান্ট, কাসুর, পেশোয়ার, সোয়াত, নওশেরা, দির, শাংলা, চরসাদ্দা, মালাকান্দ, মারদান, হরিপুর, হাঙ্গু ও বালাকোটসহ বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়। এছাড়া গিলগিট-বালতিস্তানের ঘিজার জেলাসহ আরও বহু স্থানে ভূমিকম্পের প্রভাব পড়ে।

পাকিস্তানের বাইরে ভারত, ভারত-অধিকৃত কাশ্মীর এবং আফগানিস্তানের অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভূমিকম্প অনুভবের অভিজ্ঞতা শেয়ার করেছেন।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন