Ridge Bangla

৫ বলে ৫ উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন আইরিশ ক্রিকেটার ক্যাম্ফার

পুরুষদের পেশাদার ক্রিকেটে প্রথম বোলার হিসেবে টানা ৫ বলে ৫ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন আয়ারল্যান্ডের অলরাউন্ডার কার্টিস ক্যাম্ফার। এ নজিরবিহীন কীর্তির মধ্য দিয়ে তিনি হয়ে গেলেন একমাত্র পুরুষ ক্রিকেটার, যিনি এক ওভারের মধ্যে এমন অবিশ্বাস্য কৃতিত্ব দেখালেন। এর আগে নারীদের ক্রিকেটে ২০২৪ সালে অনূর্ধ্ব–১৯ স্তরে জিম্বাবুয়ের কেলিস নডলোভু এই কীর্তি গড়েছিলেন।

ঘটনাটি ঘটেছে ডাবলিনে, ইন্টার-প্রভিন্সিয়াল টি-টোয়েন্টি ট্রফির ম্যাচে মানস্টার রেডসের হয়ে নর্থ-ওয়েস্ট ওয়ারিয়র্সের বিপক্ষে। ক্যাম্ফারের বোলিং ফিগার ছিল ২.৩ ওভারে ১৬ রান দিয়ে ৫ উইকেট। ইনিংসের ১২তম ওভারের শেষ বলে উইকেট নেওয়ার পর, পরের ওভারের প্রথম চার বলেও তিনি নেন চারটি উইকেট।

ক্রমানুসারে তার শিকার ছিলেন:

  • জারেড উইলসন – বোল্ড

  • গ্রাহাম হুমে – এলবিডব্লিউ

  • অ্যান্ডি ম্যাকব্রিন – ক্যাচ

  • রবি মিলার – উইকেটকিপারের হাতে ক্যাচ

  • জশ উইলসন – বোল্ড

ফলাফল—একটি দুর্ধর্ষ স্পেলে নর্থ-ওয়েস্ট ওয়ারিয়র্স মাত্র ৮৮ রানে অলআউট।

এছাড়া ব্যাটিংয়েও ঝলক দেখান ক্যাম্ফার। মাত্র ২৪ বলে ৪টি ছক্কা ও ২টি চারে খেলেন ৪৪ রানের দুর্দান্ত ইনিংস।

জয়ের পর ক্যাম্ফার বলেন, “ওভার পরিবর্তনের মধ্যে কী হচ্ছে, তা নিজেও বুঝে উঠতে পারিনি। নিজের কাজ করে গেছি, ফল এসেছে। ভাগ্য আমার সঙ্গে ছিল।”
প্রশ্ন করা হয়েছিল, আরও একজন ব্যাটার থাকলে কি ৬ বলে ৬ উইকেট সম্ভব ছিল? ক্যাম্ফারের জবাব ছিল, “না, আমার মনে হয় না।”

উল্লেখযোগ্যভাবে, ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচে ৪ বলে ৪ উইকেট নিয়েও রেকর্ড করেছিলেন ক্যাম্ফার। সেই তালিকায় রয়েছেন রশিদ খান, লাসিথ মালিঙ্গা, জেসন হোল্ডার, ওয়াসিম ইয়াকুব, ও হারনান ফেনেল প্রমুখ।

আরো পড়ুন