একসময়কার ঢাকাই সিনেমার আইকনিক নায়িকা শাবানা দেশে ফিরেছেন ৫ বছরের দীর্ঘ বিরতির পর। যদিও এসেছেন, বেশিরভাগ সময়ই কাটাচ্ছেন পর্দার অন্তরালে। রাজধানীর বারিধারা ডিওএইচএসের বাড়িতে অবস্থান করছেন, যা তার অনুপস্থিতিতে প্রায় খালি পড়ে থাকতো। শাবানা আগে শেষ দেশে এসেছিলেন ২০২০ সালের জানুয়ারিতে।
শাবানা ঢাকাই সিনেমার সবচেয়ে জনপ্রিয় ও আলোচিত নায়িকাদের একজন। প্রচণ্ড জনপ্রিয়তার শীর্ষে থেকেও হঠাৎ করেই যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস শুরু করেন শাবানা। প্রায় ২৫ বছরের বেশি সময় ধরে তিনি নিউ জার্সিতে স্বামী, সন্তান ও নাতি-নাতনিদের সঙ্গে বসবাস করছেন। তবে নির্দিষ্ট সময়ের জন্য মাঝে মাঝে দেশে ফিরলেও এবার দীর্ঘ বিরতির পর কয়েকদিন আগেই নীরবে ঢাকায় এসেছেন তিনি। ২০২০ সালের আগে সর্বশেষ ২০১৭ সালে বাংলাদেশে এসেছিলেন তিনি। স্বামী ওয়াহিদ সাদিককে নিয়ে মাঝেমধ্যেই দেশে আসলেও এবারও গণমাধ্যমে সরব হতে চাননি এই জনপ্রিয় অভিনেত্রী। কয়েক বছর আগে দেশে এসে তিনি জানিয়েছিলেন, সুযোগ হলে আবারও চলচ্চিত্রে কাজ করতে চান।
শাবানা ১৯৫২ সালের ১৫ জুন চট্টগ্রামের রাউজান উপজেলার ডাবুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম আফরোজা সুলতানা রত্না। ১৯৬২ সালে মাত্র ৯ বছর বয়সে এহতেশাম পরিচালিত ‘নতুন সুর’ সিনেমার মাধ্যমে প্রথম অভিনয়ের সুযোগ পান তিনি। এরপর রত্না নামে সেই কিশোরী অভিনেত্রী হিসেবে ‘তালাশ’, ‘কবাবু’, ‘ভাইয়া’, ‘সাগর’, ‘পঁয়সে’, ‘আবার বনবাসে রূপবান’ সিনেমায় অভিনয় করেন। সহ-নায়িকা হিসেবে অভিনয় করেছেন ‘আবার বনবাসে রূপবান’ ও ‘ডাক বাবু’তে।
তিন দশকের চলচ্চিত্র ক্যারিয়ারে ২৯৯টি চলচ্চিত্রে অভিনয় করেন শাবানা। এর মধ্যে ১৩০টি সিনেমায় তার বিপরীতে ছিলেন আলমগীর। এছাড়াও রাজ্জাক, জসিম, সোহেল রানা, ফারুকসহ বেশ কয়েকজন গুণী অভিনয়শিল্পীর সঙ্গে জুটি বেঁধে উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় সিনেমা।