কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৫ দফা দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বাদ আসর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নগরীর লালদিঘীরপাড় ও কোতোয়ালি মোড় প্রদক্ষিণ করে নিউমার্কেট মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এর আগে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা দলে দলে মিছিলে যোগ দেন। সমাবেশে নেতারা ৫ দফা দাবি পেশ করেন। দাবিগুলো হলো—জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন, সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, অবাধ ও সুষ্ঠু নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিতকরণ, ফ্যাসিস্ট সরকারের জুলুম-দুর্নীতি ও গণহত্যার বিচার এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান সমাবেশে বলেন, আওয়ামী লীগ ধাঁচের নির্বাচন জনগণ আর মেনে নেবে না। জুলাই হত্যাকাণ্ডের বিচার ও পিআর পদ্ধতিতে নির্বাচন নিশ্চিত করতে হবে। তিনি অভিযোগ করে বলেন, ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকার নিরপেক্ষ হলেও এর ভেতরে একটি মহল রাজনৈতিক ষড়যন্ত্রে জড়িত।
রফিকুল ইসলাম আরও বলেন, জনগণের শক্তির মাধ্যমেই ফ্যাসিবাদ উৎখাত হয়েছে। তাই রাজপথেই জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা হবে। তিনি পিআর পদ্ধতির পক্ষে গণভোটের দাবি জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলাম এবং সঞ্চালনা করেন নগর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন। এতে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।