Ridge Bangla

৫ আগস্ট সরকারের মতবিনিময় কর্মসূচি বয়কট করা উচিত: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম অন্তর্বর্তী সরকারের ঘোষিত ৫ আগস্টের শহীদ পরিবারের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় কর্মসূচিকে “দায়সারা” উল্লেখ করে তা বয়কটের আহ্বান জানিয়েছেন।

শনিবার (২৬ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি লিখেন, “গণঅভ্যুত্থানের প্রায় এক বছর হতে চলেছে। এত সময়েও প্রধান উপদেষ্টা বা অন্য কোনো উপদেষ্টা শহীদ পরিবারগুলোর সঙ্গে সরাসরি বসেননি। এখন জেলা প্রশাসকের মাধ্যমে সেই দায়সারা কর্মসূচি ঘোষণা করা হচ্ছে—এটা একেবারেই গ্রহণযোগ্য নয়।”

তিনি বলেন, “একটি অন্তর্বর্তী সরকার যদি এক বছরে একবারও শহীদ পরিবারগুলোর সঙ্গে সম্মিলিতভাবে বসতে না পারে, তবে সেটি সরকারের বড় ব্যর্থতা। এই মতবিনিময় অনুষ্ঠান শহীদদের প্রতি অবজ্ঞার শামিল।”

এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক সমাজের এক সমাবেশে ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ফারুক রহমান বলেন, “১৫-১৬ বছর ধরে আমরা ফ্যাসিবাদী আওয়ামী শাসনের বিরুদ্ধে আন্দোলন করে আসছি। আজও এই দেশে জনগণের ভোটাধিকার ও নির্বাচনের দাবিতে রাস্তায় নামতে হচ্ছে—এটা জাতির জন্য চরম লজ্জার।”

তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে বলেন, “জনআকাঙ্ক্ষা অনুযায়ী দ্রুত নির্বাচনের ঘোষণা দিয়ে ইতিহাসে আপনি একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করুন।”

সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং কেএম রকিবুল ইসলাম রিপনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন