গাজায় চলমান ইসরায়েলি হামলার ফলে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি আরও তীব্র হয়ে উঠেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম মিডল ইস্ট আই–এর বরাতে জানা যায়, সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ৫৩ শতাংশ নাগরিক বর্তমানে ইসরায়েলের ব্যাপারে নেতিবাচক মনোভাব পোষণ করছেন।
বিশ্লেষণধর্মী গবেষণা সংস্থা পিউ রিসার্চ পরিচালিত ওই জরিপ অনুযায়ী, ২০২২ সালের মার্চ মাসে এই হার ছিল ৪২ শতাংশ। অর্থাৎ, দুই বছরের ব্যবধানে ১১ শতাংশ আমেরিকান ইসরায়েলের প্রতি বিরূপ মনোভাব গড়ে তুলেছেন।
জরিপে দেখা গেছে, ডেমোক্রেট ও রিপাবলিকান উভয় দলের মধ্যেই ইসরায়েলবিরোধী মনোভাব বেড়েছে। তবে ডেমোক্রেটদের মধ্যে নেতিবাচক মনোভাব বেশি দেখা গেছে। সর্বশেষ জরিপ অনুযায়ী, ৬৯ শতাংশ ডেমোক্রেট এবং ৩৭ শতাংশ রিপাবলিকান ইসরায়েল সম্পর্কে নেতিবাচক মত পোষণ করেন।
বিশেষ করে অনূর্ধ্ব ৫০ বছর বয়সী রিপাবলিকানদের মধ্যে ইসরায়েলের প্রতি বিরূপ মনোভাবের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২২ সালে যেখানে ২৭ শতাংশ রিপাবলিকান নেতিবাচক মত পোষণ করতেন, সেখানে বর্তমানে এই হার বেড়ে দাঁড়িয়েছে ৩৭ শতাংশে।
জরিপে আরও উল্লেখ করা হয়েছে, ১৮ থেকে ৪৯ বছর বয়সী রিপাবলিকানদের একটি উল্লেখযোগ্য অংশ মনে করছেন, গাজায় ইসরায়েলের আগ্রাসন যুক্তরাষ্ট্রের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। অন্যদিকে, বয়স্কদের মধ্যে এই দৃষ্টিভঙ্গি তুলনামূলকভাবে কম দেখা গেছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, গাজায় সাম্প্রতিক ইসরায়েলি অভিযানে বিপুল সংখ্যক বেসামরিক নাগরিক নিহত হওয়ায় এবং মানবিক বিপর্যয় সৃষ্টি হওয়ায় ইসরায়েলের প্রতি বিশ্বব্যাপী নেতিবাচক মনোভাব বেড়েছে, যার প্রতিফলন ঘটছে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও।