Ridge Bangla

৫০ বছরের মধ্যে প্রথমবারের মতো চাঁদে ক্রু মিশনের পরিকল্পনায় নাসা

গত ৫০ বছরের মধ্যে প্রথমবারের মতো চাঁদে নভোচারী পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। জানা যায়, আগামী ফেব্রুয়ারিতে “আর্টেমিস-২” মিশনের মাধ্যমে চারজন নভোচারীকে চাঁদের কক্ষপথে পাঠানো হবে। প্রায় ১০ দিন ধরে চলবে এই মিশন।

নাসার পক্ষ থেকে জানানো হয়েছে, এই অভিযানে নভোচারীরা চাঁদে অবতরণ করবেন না, তবে পৃথিবীর নিম্নকক্ষপথ ছাড়িয়ে ২,৩০,০০০ মাইল দূরে গিয়ে তারা আবার পৃথিবীতে ফিরবেন। এর মাধ্যমে রকেট ও মহাকাশযানের নিরাপত্তা ও কার্যকারিতা যাচাই করা হবে।

আর্টেমিস-২ হবে নাসার দ্বিতীয় মিশন। ২০২২ সালে অনুষ্ঠিত আর্টেমিস-১-এ মানববিহীন মহাকাশযান চাঁদের কক্ষপথ ঘুরে সফলভাবে পৃথিবীতে ফিরে আসে। এবার নভোচারীরা থাকবেন ‘অরায়ন’ নামের মহাকাশযানে, যা ‘স্পেস লঞ্চ সিস্টেম’-এর ওপর বসানো হয়েছে।

মিশনে থাকবেন রিড ওয়াইজম্যান (কমান্ডার), ভিক্টর গ্লোভার (পাইলট), ক্রিস্টিনা কচ (নাসা), এবং জেরেমি হ্যানসেন (কানাডিয়ান মহাকাশ সংস্থা)। এই চারজনই হবেন গত ৫০ বছরে প্রথম নভোচারী যারা পৃথিবীর নিম্নকক্ষপথ ছাড়িয়ে গভীর মহাকাশে যাবেন।

নাসার বিজ্ঞানীরা জানান, নভোচারীদের রক্ত থেকে টিস্যু তৈরি করে আগে ও পরে তুলনা করা হবে, যাতে মহাকাশ ভ্রমণের প্রভাব বোঝা যায়। সফল হলে এই মিশন আর্টেমিস-৩ এর পথ প্রশস্ত করবে, যার লক্ষ্য হবে চাঁদে মানুষের অবতরণ। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, আর্টেমিস-৩ হয়তো ২০২৭ সালের আগে সম্ভব হবে না।

এই পোস্টটি পাঠ হয়েছে: ৩৯

আরো পড়ুন