Ridge Bangla

৪-৫ দিনের মধ্যে নির্বাচনের তারিখ জানাবেন প্রধান উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ আগামী চার-পাঁচ দিনের মধ্যেই ঘোষণা করবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ১৪টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষে জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার এ তথ্য জানান।

তিনি বলেন, “প্রধান উপদেষ্টা সুস্পষ্টভাবে বলেছেন, তিনি আগামী চার-পাঁচ দিনের মধ্যেই নির্বাচন উপলক্ষে সময়সীমা ও তারিখ ঘোষণা করবেন। এটি এই বৈঠকের সবচেয়ে ইতিবাচক দিক। সরকার বুঝেছে, চলমান সংকটের একমাত্র সমাধান নির্বাচন।”

নির্বাচন সামনে রেখে ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক করে প্রধান উপদেষ্টা বলেন, “গণতন্ত্রবিরোধী কিছু শক্তি নির্বাচন বানচালের চেষ্টা করছে। তাদের রুখতে সব ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই বিরল সুযোগ হাতছাড়া করা যাবে না।”

তিনি আরও বলেন, “নির্বাচনের প্রস্তুতি চলাকালেই ষড়যন্ত্র মাথাচাড়া দিয়ে উঠছে। তবে এসব ষড়যন্ত্র করে দেশের অগ্রযাত্রাকে থামানো যাবে না, কারণ ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিগুলোর ঐক্য এখন দৃঢ়।”

বৈঠকে উপস্থিত রাজনৈতিক নেতারাও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রধান উপদেষ্টাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় গণফ্রন্ট, খেলাফত মজলিস, নেজামে ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টি, ইসলামী ঐক্যজোট, জাসদ (মার্কসবাদী), এনডিএমসহ ১৪টি দলের শীর্ষ নেতারা।

বৈঠকের শুরুতে মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এর আগে বড় চারটি দলের সঙ্গেও আলাদা বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন