Ridge Bangla

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি রাশেদের

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে (জাপা) নিষিদ্ধ করতে হবে। শনিবার (৩০ আগস্ট) সংগঠনের কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে তিনি এই দাবিসহ আরও দুইটি দাবি উত্থাপন করেন। রাশেদ খান বলেন, গতকালকের হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন করতে হবে। এছাড়া, নেতাকর্মীদের ওপর হামলার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। তিনি আরও জানান, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা না হলে জনগণই সরকারের পরিবর্তে বিচার করবে।

তিনি অভিযোগ করেন, গত কয়েক বছর কোনো গণতান্ত্রিক সংস্কার কার্যকর হয়নি, শুধু উপদেষ্টাদের পকেট ভারি হয়েছে। এছাড়া রাশেদ খান পুনরায় সতর্ক করে বলেন, দেশে ফেব্রুয়ারিতে অবশ্যই নির্বাচন আয়োজন করতে হবে, কোনোভাবেই নির্বাচন বিলম্ব করা যাবে না।

সেনাবাহিনীর সম্প্রতি দেওয়া বিবৃতির প্রসঙ্গে রাশেদ খান বলেন, “আমরা মব সৃষ্টি করে জাতীয় পার্টির অফিসে যাইনি। বরং নিজেদের অফিসের সামনে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলাম।”

রাশেদ খান আরও অভিযোগ করেন, সরকার শুধু বিএনপি, জামায়াত ও এনসিপি তিন দলকেই গুরুত্ব দিচ্ছে। তিনি হুঁশিয়ারি দেন, আগামী বৈঠক সব রাজনৈতিক দলকে অন্তর্ভুক্ত করে না হলে যমুনা ঘেরাও করার কর্মসূচি নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে তিনি জানান, দেশের রাজনৈতিক পরিবেশে নতুন করে ১/১১ পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে, যা জনগণের অধিকারকে হুমকির মুখে ফেলছে। রাশেদ খান স্পষ্টভাবে বলেন, সরকারের উচিত জনগণের ম্যান্ডেট রক্ষা করা এবং স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করা।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন