গাজায় সর্বশেষ ইসরায়েলি হামলায় ২৬ জন সাহায্যপ্রত্যাশী নিহত হয়েছেন। এতে গত ৪৮ ঘণ্টায় নিহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়িয়েছে ২০২ জনে। শনিবার গাজা উপত্যকার একাধিক স্থানে চালানো হামলায় নিহতদের মধ্যে ১১ জন ছিলেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)-এর সহায়তা কেন্দ্রের সুবিধাভোগী।
জাতিসংঘ এই সংস্থার বিরুদ্ধে সহায়তার আড়ালে অস্ত্রীকরণে জড়িত থাকার অভিযোগে তীব্র সমালোচনা করেছে।
অন্যদিকে, ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, গাজার দক্ষিণাঞ্চলীয় আল-মাওয়াসি এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় শুররাব পরিবারের অন্তত তিনজন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন। নিহতরা একটি তাবুতে অবস্থান করছিলেন, যা ইসরায়েলি বাহিনী আগে থেকেই ‘নিরাপদ অঞ্চল’ হিসেবে ঘোষণা করেছিল।
গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলি আগ্রাসনে নিহত ২০২ জনের মধ্যে চারটি মরদেহ ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন আরও ১,০৩৭ জন।
মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি সামরিক অভিযানে এখন পর্যন্ত গাজায় ৫৫,৯০৮ জন নিহত এবং ১,৩১,১৩৮ জন আহত হয়েছেন। চলমান হামলায় যুদ্ধবিধ্বস্ত গাজায় মানবিক সংকট চরমে পৌঁছেছে।