Ridge Bangla

৪৮ ঘণ্টায় সাত জেলায় বন্যার শঙ্কা

পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ভারী বর্ষণের কারণে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের সাত জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা রয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) প্রকাশিত এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, গোমতী, মুহুরী, সেলোনিয়া ও ফেনী নদীর পানি গত ২৪ ঘণ্টায় বেড়েছে এবং আগামী দুদিনে আরও বাড়তে পারে। এতে ফেনী জেলায় মুহুরী, সেলোনিয়া ও ফেনী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে। চট্টগ্রাম জেলায় ফেনী নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। তবে তৃতীয় দিনে পানি সমতল কিছুটা কমে আসতে পারে।

তিস্তা নদীর পানি বেড়েছে, আর ধরলা ও দুধকুমার নদীর পানি কিছুটা কমলেও আগামী তিন দিনে আবারও বাড়তে পারে। এর ফলে লালমনিরহাট ও নীলফামারীর নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে।

কংস নদীর পানি কমলেও সোমেশ্বরী ও ভুগাই নদীর পানি স্থিতিশীল রয়েছে। আগামী তিন দিনে পানি সমতল বাড়লে শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনার নদী তীরবর্তী এলাকাগুলোতে সাময়িক বন্যার ঝুঁকি তৈরি হতে পারে।

বরিশাল, খুলনা ও চট্টগ্রামের উপকূলীয় নদীগুলোতে স্বাভাবিকের তুলনায় উঁচু জোয়ার দেখা দিচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সন্ধ্যার মধ্যে ১০ জেলার ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫–৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া প্রবাহিত হতে পারে। এ কারণে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর (পুনঃ) সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১১

আরো পড়ুন