Ridge Bangla

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবি

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবি

মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনরত চাকরিপ্রার্থীরা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ফটক ভেঙে ভিতরে প্রবেশ করেন। এরপর পিএসসি কর্তৃপক্ষ তাদের সঙ্গে বৈঠকে বসেন।

এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, রাজধানীর আগারগাঁওয়ে পিএসসি ভবনের সামনে চাকরিপ্রার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। তারা দাবি জানান, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানো হোক। বিক্ষোভকারীরা তাদের দাবি না মানা হলে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।

দুপুরে পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম সাংবাদিকদের ব্রিফিং দেন, যেখানে তিনি ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিকে “যৌক্তিক নয়” বলে মন্তব্য করেন।

এ মন্তব্যের পর চাকরিপ্রার্থীরা আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন, এবং দুপুর পৌনে ৩টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে পিএসসির ভেতরে ঢুকে পড়েন। পরে পিএসসি কর্মকর্তারা তাদের সঙ্গে বৈঠক শুরু করেন এবং দাবির ব্যাপারে আলোচনা করেন।

আরো পড়ুন