Ridge Bangla

৪১ বছর বয়সেই চলে গেলেন আন্তর্জাতিক আম্পায়ার বিসমিল্লাহ জান

আফগানিস্তানের আন্তর্জাতিক ক্রিকেট আম্পায়ার বিসমিল্লাহ জান শিনওয়ারি আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মাত্র ৪১ বছর বয়সে দীর্ঘদিনের নানা শারীরিক জটিলতার কাছে হার মানেন এই অভিজ্ঞ আম্পায়ার। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

বিসমিল্লাহ জান ছিলেন আফগান ক্রিকেটের এক নিবেদিতপ্রাণ সৈনিক। ২০১৭ সালে শারজায় আফগানিস্তান বনাম আয়ারল্যান্ডের ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক আম্পায়ার হিসেবে অভিষেক ঘটে তার। এরপর তিনি ৩৪টি ওয়ানডে এবং ২৬টি টি-টোয়েন্টি ম্যাচে দায়িত্ব পালন করেন।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের এক শোকবার্তায় বলা হয়েছে, “তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন অত্যন্ত পেশাদার, পরিশ্রমী ও সম্মানিত আম্পায়ার। আল্লাহ যেন তার আত্মাকে শান্তি দান করেন এবং পরিবার ও প্রিয়জনদের এই শোক সইবার শক্তি দেন।”

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান জয় শাহ এক বার্তায় বিসমিল্লাহ জানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, “ক্রিকেটে তার অবদান ছিল অসাধারণ। ক্রিকেটবিশ্বে তার অনুপস্থিতি এক বিশাল ক্ষতি। তার পরিবারের প্রতি রইল আন্তরিক সমবেদনা ও সহানুভূতি।”

বিসমিল্লাহ জান শুধু আম্পায়ার ছিলেন না, তিনি ছিলেন আফগান ক্রিকেটের অগ্রযাত্রার এক নিরব কর্মী। তার পেশাদারিত্ব, নিষ্ঠা ও দৃঢ়তাই তাকে আন্তর্জাতিক ক্রিকেটে নিয়ে গিয়েছিল। তার হঠাৎ চলে যাওয়া আফগান ক্রিকেট ও আন্তর্জাতিক ক্রিকেট উভয়ের জন্যই এক অপূরণীয় ক্ষতি।

আরো পড়ুন