Ridge Bangla

৪০ জন নিহতের ঘটনায় মামলা, গ্রেপ্তার হতে পারেন বিজয়

তামিলনাড়ুর করুরে পদপিষ্ট হয়ে ৪০ জনের মৃত্যুর ঘটনায় রাজনৈতিক উত্তেজনা তীব্র হচ্ছে। শাসকদল ডিএমকে অভিযোগ তুলেছে, অভিনেতা বিজয় এবং তার দল তামিলাগা ভেট্রি কাজাগম (টিভিকে)-এর গাফিলতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই দলের তিন শীর্ষনেতার বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। বিজয়কে গ্রেফতার করা হবে কি না, তা নিয়েও জোর আলোচনা চলছে।

মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন জানিয়েছেন, রাজনৈতিক কারণে তিনি কোনও মন্তব্য করতে চান না। প্রশাসনের পদক্ষেপ হবে তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে।

অন্যদিকে, ষড়যন্ত্রের অভিযোগ তুলে সিবিআই তদন্তের দাবি তুলেছে বিজয়ের দল। একই দাবি করেছেন তামিলনাড়ুর সাবেক বিজেপি সভাপতি কে আন্নামালাইও। বিজেপির রাজ্য নেতৃত্বের দাবি, পুরো ঘটনার জন্য দায়ী ডিএমকে প্রশাসনের গাফিলতি। ইতিমধ্যেই মাদ্রাজ হাই কোর্টে টিভিকে সিবিআই বা নিরপেক্ষ তদন্তের আবেদন করেছে। আদালত সোমবার শুনানি করতে পারে। দলের দাবি, হঠাৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়া, পুলিশের লাঠিচার্জ এবং পাথর ছোড়াছুড়ির কারণে পদপিষ্টের ঘটনা ঘটেছে। তবে পুলিশ অভিযোগ মানতে নারাজ। তাদের দাবি, অতিরিক্ত ভিড় এবং বিজয়ের দেরিতে সভাস্থলে উপস্থিত হওয়াই বিপর্যয়ের মূল কারণ।

ঘটনার পর চেন্নাই ফিরে যাওয়ায় বিজয়কে ঘিরে আরও বিতর্ক তৈরি হয়। যদিও পরে মৃতদের পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেন তিনি। করুরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেও প্রশাসন আইনশৃঙ্খলার কারণে তাকে যেতে অনুরোধ করে।

রাজনীতিবিদদের মতে, বিজয় রাজ্যে নতুন রাজনৈতিক সমীকরণ গড়ে তুলতে পারেন। তবে ডিএমকে মনে করছে, তাকে গ্রেফতার করলে জনসাধারণের সহানুভূতি জন্মাতে পারে। তাই আপাতত রাজ্য প্রশাসন আদালতের নির্দেশের দিকে তাকিয়ে রয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৪

আরো পড়ুন