Ridge Bangla

৪০০ কোটির ছবির ব্যর্থতা নিয়ে মুখ খুললেন হৃতিক রোশন

বলিউডের জনপ্রিয় অভিনেতা হৃতিক রোশন তার সাম্প্রতিক ছবি ‘ওয়ার টু’-এর ব্যর্থতা নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছেন। অয়ন মুখার্জি পরিচালিত এই অ্যাকশন থ্রিলারটির বাজেট ছিল প্রায় ৪০০ কোটি রুপি, কিন্তু বিশ্বব্যাপী আয় থেমে যায় ৩৬৪ কোটি রুপিতে। বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য না আসায় বিষয়টি ঘিরে ব্যাপক আলোচনা তৈরি হয়।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, হৃতিক সামাজিক মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করে লেখেন, শুটিং চলাকালীন তিনি ভেতরে ভেতরে এক ধরনের অস্বস্তি ও অনিশ্চয়তায় ভুগছিলেন। চরিত্র ‘কবির’-এ অভিনয় তার কাছে সহজ মনে হয়েছিল, কারণ এটি খুব পরিচিত ও স্বস্তিদায়ক ছিল। কিন্তু সেই স্বাচ্ছন্দ্যের মাঝেই তিনি শৈল্পিক চ্যালেঞ্জের অভাব টের পেয়েছিলেন, যা পর্দায় প্রভাব ফেলেছে।

হৃতিক অকপটে স্বীকার করেন, “কাজটি সহজ ভেবে নিয়েছিলাম। কিন্তু ভেতরে ভেতরে অস্বস্তি কাজ করছিল। সম্ভবত সেখানেই ভুল করেছি।” তার এই খোলামেলা মন্তব্য ভক্তদের কাছে প্রশংসিত হয়েছে। সামাজিক মাধ্যমে ভক্তরা হৃতিককে সমর্থন জানিয়ে মন্তব্য করেছেন যে, একজন তারকা হয়েও নিজের দুর্বলতা স্বীকার করার এই সততা প্রশংসনীয়।

উল্লেখ্য, ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘ওয়ার’ বক্স অফিসে রেকর্ড সাফল্য পেয়েছিল। তবে তার সিক্যুয়েল প্রত্যাশা পূরণ করতে পারেনি। সমালোচকদের মতে, প্রথম ছবির তুলনায় গল্প ও চরিত্রে নতুনত্বের ঘাটতি দর্শকদের হতাশ করেছে। তবে হৃতিকের বক্তব্যে স্পষ্ট, তিনি এই ব্যর্থতাকে শিক্ষা হিসেবে নিচ্ছেন এবং আগামীর কাজগুলোতে আরও বেশি শৈল্পিক চ্যালেঞ্জ গ্রহণ করবেন।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২১

আরো পড়ুন