Ridge Bangla

৩ দিন পর ভোলার নৌপথে লঞ্চ চলাচল স্বাভাবিক

টানা তিন দিন বন্ধ থাকার পর শুক্রবার (১ আগস্ট) থেকে ভোলার অভ্যন্তরীণ নৌপথে লঞ্চ চলাচল পুনরায় শুরু হয়েছে। সমুদ্র ও নদী বন্দরে সতর্কতা সংকেত নামিয়ে নেওয়ার পর আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় নৌযান চলাচলও স্বাভাবিক হয়েছে। এতে দীর্ঘ সময় আটকে থাকা যাত্রীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।

লঞ্চ চলাচল শুরু হওয়ায় ঘাটগুলোতে ধীরে ধীরে স্বাভাবিকতা ফিরতে দেখা যাচ্ছে। কয়েক দিন বন্ধ থাকার কারণে ঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেলেও এখন সেই ভিড় কমে আসছে। যাত্রীরা তাদের গন্তব্যে পৌঁছাতে পারায় স্বাভাবিক কার্যক্রমও পুনরায় শুরু হয়েছে।

ভোলা নৌ বন্দরের সহকারী পরিচালক রিয়াদ হোসেন বলেন, “বৈরী আবহাওয়ার কারণে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছিল। বর্তমানে পরিস্থিতি অনুকূলে থাকায় সব রুটেই লঞ্চ চলাচল স্বাভাবিক করা হয়েছে।”

তবে টানা বৃষ্টিপাত ও নদ-নদীর পানি বৃদ্ধির কারণে ভোলার নিম্নাঞ্চল এখনও প্লাবিত রয়েছে। ঘরবাড়ি ও রাস্তাঘাটে পানি ওঠায় ওইসব এলাকার জনজীবন এখনও দুর্ভোগে রয়েছে। পানিবন্দি বহু পরিবার নিত্যপণ্য কিনতেও সমস্যায় পড়ছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, উপকূলীয় অঞ্চলে আগামী দুই থেকে তিন দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ফলে সম্পূর্ণভাবে স্বাভাবিক হতে আরও কিছু সময় লাগতে পারে।

উল্লেখ্য, তিন দিন ধরে লঞ্চ চলাচল বন্ধ থাকায় শুধু যাত্রীরা নয়, ব্যবসায়ীরাও চরম ভোগান্তিতে পড়েছিলেন।

আরো পড়ুন