বক্স অফিসে একাধিক ব্যর্থতার পর নতুন উদ্যমে ফিরে এসেছেন বলিউড তারকা আমির খান। সদ্য মুক্তিপ্রাপ্ত তাঁর অভিনীত ও প্রযোজিত ছবি ‘সিতারে জামিন পার’ প্রথম তিন দিনেই প্রায় ₹৫৯.৯০ কোটি আয় করে বক্স অফিসে চমক সৃষ্টি করেছে।
গত শুক্রবার (২০ জুন) মুক্তির দিনে ছবিটি আয় করে ₹১১.৫ কোটি। শনিবার (২১ জুন) বর্ধিত দর্শক সমাগমে আয় দাঁড়ায় ₹২০.২ কোটি। আর রবিবার (২২ জুন) — যা সাধারণত সিনেমার জন্য সবচেয়ে লাভজনক দিন — ছবিটি আয় করেছে ₹২৯ কোটি। সব মিলিয়ে মুক্তির প্রথম তিন দিনেই ছবিটির মোট আয় প্রায় ৬০ কোটি টাকায় পৌঁছেছে।
এই ছবিটি আমির খানের ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ এক মাইলফলক হতে যাচ্ছে, বিশেষ করে তার আগের দুটি ছবি — ‘থাগস অফ হিন্দুস্তান’ (২০১৮) ও ‘লাল সিং চাড্ডা’ (২০২২) — বক্স অফিসে প্রত্যাশিত সাড়া ফেলতে না পারার প্রেক্ষাপটে।
‘সিতারে জামিন পার’ পরিচালনা করেছেন আর. এস. প্রসন্ন। এটি স্প্যানিশ হিট ফিল্ম ‘ক্যাম্পেয়োনেস’-এর হিন্দি রিমেক। ছবির বাজেট প্রায় ₹৯০ কোটি। এতে আমির খান অভিনয় করেছেন গুলশন চরিত্রে, যিনি মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর শাস্তিস্বরূপ বিশেষ চাহিদাসম্পন্ন তরুণদের বাস্কেটবল প্রশিক্ষণ দিতে বাধ্য হন। তাঁর বিপরীতে অভিনয় করেছেন জেনেলিয়া ডি’সুজা।
সমালোচক ও দর্শক উভয়ের প্রশংসা পাওয়ায় আশা করা হচ্ছে ছবিটি প্রথম সপ্তাহেই ₹১০০ কোটির ক্লাবে প্রবেশ করবে।