Ridge Bangla

৩ আগস্ট বাংলাদেশের জন্য নতুন কিছু আসছে ফেসবুকে এনসিপির বার্তা

বাংলাদেশে নতুন এক সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (১ আগস্ট) রাতে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, আগামী ৩ আগস্ট বাংলাদেশের জন্য আসছে নতুন কিছু। দলটি এ দিনকে “নতুন বাংলাদেশ বিনির্মাণের সন্ধিক্ষণ” হিসেবে উল্লেখ করেছে।

পোস্টে জানানো হয়, জুলাই মাসজুড়ে এনসিপি দেশের নানা জনপদে “দেশ গড়তে জুলাই পদযাত্রা” কর্মসূচি পালন করেছে। এই সময়ে দলটির নেতারা শ্রমিক, কৃষক, দিনমজুর, গৃহিণীসহ বিভিন্ন পেশার মানুষের সঙ্গে সরাসরি কথা বলেছেন এবং তাদের ভাবনা ও দাবি-দাওয়ার কথা শুনেছেন। এনসিপি জানিয়েছে, পদযাত্রা শেষে তারা জনগণের এই বক্তব্যগুলো তুলে ধরবে এবং নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি ঘোষণা করবে।

ফেসবুক পোস্টে আরও বলা হয়, গত বছর ২০২৪ সালের ৩ আগস্ট যেখানে এক দফার ঘোষণা দেওয়া হয়েছিল, সেই শহীদ মিনারেই আসছে রোববার (৩ আগস্ট) নাহিদ ইসলাম। তিনি এনসিপিকে সঙ্গে নিয়ে ঘোষণা করবেন জনগণের চাওয়া-পাওয়ার প্রতিফলন, আগামীর বাংলাদেশের প্রতিশ্রুতি এবং জুলাই ঘোষণাপত্র ও সনদ বাস্তবায়নে পরবর্তী কর্মসূচি।

এনসিপি বলছে, ৩ আগস্ট বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন হতে যাচ্ছে। তাই ৬৪ জেলার নেতাকর্মীদেরকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। দলটির সদস্য সচিব আখতার হোসেন জানিয়েছেন, প্রতিটি জেলা ও উপজেলার সমন্বয় কমিটি নিজ নিজ তত্ত্বাবধায়কের সঙ্গে সমন্বয় করে এ কর্মসূচি সফল করবে।

শেষে পোস্টে বলা হয়, “আগামী ৩ আগস্ট বাংলাদেশের জন্য নতুন কিছু আসছে। দেখা হচ্ছে নতুন বাংলাদেশ বিনির্মাণের সন্ধিক্ষণে।”

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন