জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ঘোষণা দিয়েছেন, আগামী ৩ আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে দেশ পুনর্গঠন, বিচার, সংস্কার ও নতুন সংবিধান প্রণয়নের ইশতেহার ঘোষণা করা হবে। শনিবার (৫ জুলাই) জয়পুরহাট শহীদ ডা. আবুল কাশেম ময়দানে জেলা এনসিপি আয়োজিত পথসভায় তিনি এ ঘোষণা দেন।
নাহিদ ইসলাম বলেন, “জয়পুরহাটের এই সমাগম প্রমাণ করে বিপ্লবীরা ঘুমিয়ে নেই। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে বিচার ও সংস্কারের মধ্য দিয়ে সঠিক পথে যেতে হবে। শেখ হাসিনার পতনের জন্য আমরা আন্দোলন করেছি, কিন্তু শুধু ব্যক্তি বা দলের পরিবর্তন নয়, গোটা মাফিয়াতন্ত্র ও দুর্নীতিগ্রস্ত সিস্টেম ভাঙতে হবে।”
তিনি আরও বলেন, “আমরা মাঠে নেমেছি গণঅভ্যুত্থানের অসম্পূর্ণ কাজ শেষ করতে। নতুন রাষ্ট্র ও বৈষম্যহীন বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য। ৩ আগস্টের ইশতেহারে জয়পুরহাটসহ সারাদেশের সমস্যার সমাধানের দিকনির্দেশনাও থাকবে।”
পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসাইন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, বগুড়া জেলার প্রধান সমন্বয়কারী সাকিব মাহদীসহ কেন্দ্র ও জেলার শতাধিক নেতা।
হাসনাত আবদুল্লাহ বলেন, “জুলাই ঘোষণাপত্রকে নতুন সংবিধানে যুক্ত করতে হবে। এতে থাকবে ঐতিহাসিক ছাত্র-গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট, শহীদদের মর্যাদা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার।”
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ফিরোজ আলমগীর, যুগ্ম সমন্বয়কারী ওমর আলী বাবু, জাতীয় যুব শক্তির সংগঠক আশরাফুল ইসলামসহ আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা।