Ridge Bangla

৩৩ বছর ধরে বন্ধ ভোলার লালমোহন পাবলিক লাইব্রেরি

ভোলার লালমোহনে ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হয়েছিল লালমোহন পাবলিক লাইব্রেরি। ভোলা জেলা পরিষদের উদ্যোগে একটি দ্বিতল ভবনে লাইব্রেরি ও অডিটোরিয়াম নির্মাণ করা হয়। উদ্বোধনের পর একজন লাইব্রেরিয়ানও নিয়োগ পান। শুরুতে লাইব্রেরি কার্যক্রম সুষ্ঠুভাবে চলছিল, যেখানে এলাকার মানুষ নিয়মিত বই ও পত্রিকা পড়তেন।

কিন্তু ১৯৯৩ সালে লালমোহন মহিলা কলেজের কার্যক্রম শুরু হওয়ার পর থেকে লাইব্রেরির কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। এরপর জেলা পরিষদের নিয়োগকৃত লাইব্রেরিয়ান দীর্ঘ সময় বেতন পান, কিন্তু লাইব্রেরি কার্যক্রম চালু হয়নি। ২০১৮ সালে মহিলা কলেজ নিজস্ব ভবনে স্থানান্তরিত হওয়ার পর লাইব্রেরির ভবন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। দীর্ঘদিন ব্যবহৃত না হওয়ায় ভবন ও আশপাশে আবর্জনা জমে গেছে। যদিও বহুবার সংবাদ মাধ্যমে লাইব্রেরির অবস্থা তুলে ধরা হয়েছে, কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

সম্প্রতি একটি সহায়ক ক্লাব লাইব্রেরি পুনঃচালুর লক্ষ্যে ময়লা-আবর্জনা পরিষ্কারের কাজ শুরু করেছে। তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর সহায়তা কামনা করেছেন।

এ বিষয়ে ইউএনও মো. শাহ আজিজ কালবেলাকে বলেন, “লাইব্রেরি পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা পরিষদ থেকে ১ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। শিগগিরই এই টাকা দিয়ে বই কেনা হবে। এছাড়া লাইব্রেরি কক্ষ পরিষ্কার-পরিচ্ছন্ন করা এবং বসার জন্য টেবিল ও চেয়ার কেনার ব্যবস্থা করা হয়েছে। এলাকার চাহিদা অনুযায়ী বই কেনার পরামর্শও গ্রহণ করা হবে।”

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৮

আরো পড়ুন