সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩২ হাজার সহকারী শিক্ষকের প্রধান শিক্ষক পদে পদোন্নতি একটি চলমান মামলার কারণে আটকে আছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। মামলা নিষ্পত্তি হলেই দ্রুত পদোন্নতির প্রক্রিয়া শুরু হবে বলে জানান তিনি।
রংপুর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা ডা. পোদ্দার বলেন, “এই মামলা সংক্রান্ত জটিলতা না থাকলে পদোন্নতির বিষয়টি অনেক আগেই শেষ হয়ে যেত। মামলা নিষ্পত্তি হলে ৩২ হাজার সহকারী শিক্ষককে প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি দেওয়া হবে।”
তিনি আরও বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দেশের দরিদ্র পরিবারগুলোর সন্তানরা পড়াশোনা করে, তাই এই খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উন্নত করার চেষ্টা করা হচ্ছে।
সভায় রংপুরের জেলা প্রশাসক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা পর্যায়ের বিভিন্ন শিক্ষা কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন। তাঁরা স্থানীয় পর্যায়ে শিক্ষা ব্যবস্থার চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে মতামত প্রদান করেন।
উপদেষ্টা তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষার টেকসই উন্নয়নের জন্য স্থানীয় প্রশাসন ও শিক্ষক সমাজকে একযোগে কাজ করতে হবে।”