নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, আগামী ৩১ অক্টোবর পর্যন্ত যারা ভোটার হিসেবে নিবন্ধিত হবেন, তারা আগত জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।
তিনি আরও বলেন, আগামী ডিসেম্বরের প্রথমার্ধেই নির্বাচনের তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য আচরণবিধি চূড়ান্ত করা হয়েছে। এছাড়া প্রবাসী ভোটাররা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন। প্রবাসীরা ভোট দিতে হলে অনলাইনে নিবন্ধন করতে হবে এবং সেপ্টেম্বর থেকে তাদের বিভিন্ন বিষয়ে অবহিত করা হবে।
এদিন সকাল ১১টায় নির্বাচন কমিশনের (ইসি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীনের সভাপতিত্বে নির্বাচন ভবনে কমিশন সভা অনুষ্ঠিত হয়। সভায় চারজন নির্বাচন কমিশনার, ইসি সচিব আখতার আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনসহ বিভিন্ন সুপারিশ পর্যালোচনা করা হয়। এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধি এবং আরপিও সংশোধনের খসড়া অনুমোদন দেওয়া হয়। আচরণবিধি সংক্রান্ত ইসির আহ্বানে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও ব্যক্তিদের থেকে লিখিত মতামত এসেছে।
গুরুত্বপূর্ণ এ সংশোধনী প্রক্রিয়ায় আগামী নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে নানা পদক্ষেপ নেওয়া হবে বলে আশা প্রকাশ করেন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। আগামী নির্বাচনে অংশগ্রহণের জন্য ভোটার হিসেবে নিবন্ধন জরুরি উল্লেখ করে তিনি সবাইকে নিজ নিজ এলাকায় দ্রুত নিবন্ধনের আহ্বান জানান।