Ridge Bangla

৩০ বছরে সাড়ে ১২ হাজার কোটি টাকার মালিক ডুয়া লিপা

পপ সংগীতের সুপারস্টার ডুয়া লিপা শুক্রবার (২২ আগস্ট) উদযাপন করলেন তার ৩০তম জন্মদিন। একসময় শরণার্থী পরিবারের কন্যা এই তারকা আজ বিশ্বের শীর্ষ পপ শিল্পীদের মধ্যে একজন, পাশাপাশি গায়িকা, অভিনেত্রী ও শত কোটি টাকার মালিক।

ডুয়া লিপার বাবা-মা কসোভো যুদ্ধের সময় ১৯৮৮ সালে দেশত্যাগ করেন এবং ১৯৯২ সালে যুক্তরাজ্যে শরণার্থী হিসেবে আশ্রয় নেন। ১৯৯৫ সালে লন্ডনে জন্ম নেন ডুয়া। লন্ডনের সাংস্কৃতিক পরিবেশে বেড়ে ওঠা কিশোরী তার অসাধারণ প্রতিভা ও অধ্যবসায়ের মাধ্যমে বদলে দেন নিজের জীবন।

১৫ বছর বয়সে সিলভিয়া ইয়ং থিয়েটার স্কুলে সংগীত ও অভিনয়ে প্রশিক্ষণ নেন। ওয়েট্রেস, মডেলিং ও ইউটিউব ও সাউন্ডক্লাউডে গান প্রকাশের মাধ্যমে নিজের শিল্পীজীবন শুরু করেন। ২০১৩ সালে একজন এজেন্টের সঙ্গে চুক্তি হয় এবং পরবর্তীতে ওয়ার্নার ব্রাদার্সের সঙ্গে কাজ শুরু করেন।

২০১৫ সালে একক ‘নিউ লাভ’ ও ‘বি দ্য ওয়ান’ দিয়ে সংগীতজগতে অভিষেক ঘটে। ২০১৭ সালে আত্মনামক প্রথম অ্যালবাম Dua Lipa প্রকাশিত হয়, যা আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়। এই অ্যালবাম থেকে ‘নিউ রুলস’ ও ‘আইডিজিএএফ’-এর মতো গান জনপ্রিয় হয় এবং তিনি পান গ্র্যামি অ্যাওয়ার্ড ফর বেস্ট নিউ আর্টিস্ট। ২০২০ সালে Future Nostalgia অ্যালবাম আসে, যেখানে ‘ডোন’ট স্টার্ট নাউ’ ও ‘লেভিটেটিং’-এর মতো হিট গান থাকে। অ্যালবামটি তাকে গ্র্যামিতে সেরা পপ ভোকাল অ্যালবাম এবং BRIT Awards-এ সেরা ব্রিটিশ অ্যালবামের পুরস্কার এনে দেয়।

বর্তমানে ডুয়া Radical Optimism ট্যুরে ইউরোপ, এশিয়া ও আমেরিকার বিভিন্ন দেশে কনসার্টে অংশ নিচ্ছেন। দ্য সানডে টাইমসের ‘ফোরটি আন্ডার ফোরটি রিচ লিস্ট’-এ ৩৪তম অবস্থানে রয়েছেন, তার মোট সম্পদ বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ হাজার ৪২০ কোটি টাকা।

সঙ্গীতের পাশাপাশি ২০২৩ সালে Barbie এবং পরবর্তীতে Argylle চলচ্চিত্রে অভিনয় করেছেন। ডুয়া লিপার জীবন প্রমাণ করে নিষ্ঠা, প্রতিভা ও অধ্যবসায় থাকলে শরণার্থী শিবির থেকে উঠে বিশ্বমঞ্চে রাজত্ব করা সম্ভব।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন