দক্ষিণ ভারত ছাড়িয়ে গোটা দেশের সিনেমাপ্রেমীদের নজর এখন ডোমিনিক অরুণ পরিচালিত মালয়ালম সুপারহিরো ছবির দিকে। কল্যাণী প্রিয়দর্শন অভিনীত এই নারীপ্রধান ছবি মুক্তির পরপরই বক্স অফিসে ঝড় তুলেছে।
মাত্র ৩০ কোটি রুপি বাজেটে নির্মিত ছবিটি ইতিমধ্যে মালয়ালম ইন্ডাস্ট্রির ইতিহাসে রেকর্ড গড়ে ফেলেছে। মুক্তির মাত্র ১৩ দিনে ভারতে ছবির আয় দাঁড়িয়েছে ৯৭ কোটি ৭৫ লাখ রুপি। বিদেশেও সমান তালে ব্যবসা করেছে সিনেমাটি। দেশ-বিদেশ মিলিয়ে এর মোট আয় এখন পর্যন্ত ২০৩ কোটি রুপি, যা বাজেটের চেয়ে প্রায় ছয় গুণ বেশি। ফলে মাত্র দুই সপ্তাহে ছবিটি ৬০০ শতাংশ মুনাফার নজির স্থাপন করেছে।
সিনেমার বিপুল সাফল্যে বলিউড তারকারাও শুভেচ্ছা জানিয়েছেন। প্রিয়াঙ্কা চোপড়া ইনস্টাগ্রামে পোস্টার শেয়ার করে লিখেছেন, ‘ভারতের প্রথম নারী সুপারহিরো হাজির। অভিনন্দন দুলকার ও পুরো টিমকে।’ আলিয়া ভাট প্রশংসা করে লিখেছেন, ‘পুরাণকাহিনি আর রহস্যের দারুণ মিশেল, এ সাফল্য প্রাপ্যই ছিল।’ অক্ষয়কুমারও এক্স-এ লিখেছেন, ‘কল্যাণী প্রিয়দর্শনের অভিনয় নিয়ে অসাধারণ কথা শুনছি, হিন্দি সংস্করণের অপেক্ষায় আছি।’
‘লোকাহ চ্যাপ্টার ১: চন্দ্রা’ শিরোনামের এই ছবিতে কল্যাণীকে দেখা গেছে চন্দ্রা চরিত্রে, যিনি পুরাণ ও আধুনিক বাস্তবতার দ্বন্দ্বময় জগতে নিজের শক্তির সন্ধান করেন। সমালোচক ও দর্শক উভয়ের কাছ থেকেই ছবিটি দারুণ প্রশংসা পেয়েছে।
মুক্তির প্রথম সপ্তাহেই এটি বিশ্বব্যাপী ১০০ কোটির মাইলফলক ছুঁয়ে ফেলেছে এবং দক্ষিণ ভারতের ইতিহাসে নারীপ্রধান সিনেমা হিসেবে সর্বোচ্চ আয় করা ছবির খেতাব অর্জন করেছে।