বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, এখন থেকে একজন গ্রাহক সর্বোচ্চ ১০টি সিম নিজের নামে নিবন্ধন করতে পারবেন। আগে এই সীমা ছিল ১৫টি। নতুন নিয়ম অনুযায়ী, যেসব গ্রাহকের নামে ১০টির বেশি সিম নিবন্ধিত আছে, তাদের অবশ্যই অতিরিক্ত সিমগুলো আগামী ৩০ অক্টোবরের মধ্যে ডি-রেজিস্টার করতে হবে।
বিটিআরসির নির্দেশনায় বলা হয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যে অতিরিক্ত সিম ডি-রেজিস্টার না করলে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। এ বিষয়ে সচেতনতা তৈরির জন্য দেশের সব টেলিভিশন চ্যানেল, অনলাইন নিউজ পোর্টাল ও দৈনিক পত্রিকাকে প্রচারণা চালাতে অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি গ্রাহকদের নিজেদের নামে কতগুলো সিম নিবন্ধিত আছে তা যাচাই করার জন্য *16001# ডায়াল করার পরামর্শ দেওয়া হয়েছে।
বিটিআরসি সূত্রে জানা গেছে, বর্তমানে দেশে সক্রিয় মোবাইল সিমের সংখ্যা প্রায় ১৮ কোটি ৬২ লাখ। অথচ প্রকৃত গ্রাহক সংখ্যা মাত্র ৬ কোটি ৭৫ লাখ। এর মধ্যে ৮০ শতাংশের বেশি গ্রাহক পাঁচটির কম সিম ব্যবহার করেন। ৬ থেকে ১০টি সিম আছে প্রায় ১৬ শতাংশ গ্রাহকের নামে, আর ১১টির বেশি সিম ব্যবহারকারীর সংখ্যা মাত্র ৩ শতাংশ।