Ridge Bangla

৩০০ আসনের চূড়ান্ত সীমানা প্রজ্ঞাপন জারি করল নির্বাচন কমিশন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনের চূড়ান্ত সীমানা ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত গেজেট প্রকাশ করা হয়। এই সীমানার ভিত্তিতেই আসন্ন সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রজ্ঞাপন অনুযায়ী, গাজীপুরে একটি আসন বাড়িয়ে মোট ছয়টি আসন রাখা হয়েছে, আর বাগেরহাটে একটি কমিয়ে তিনটি আসন নির্ধারণ করা হয়েছে।

এর আগে নির্বাচনকে সামনে রেখে সীমানা পুনর্নির্ধারণে বিশেষায়িত কমিটি কাজ করে। ৩০ জুলাই ইসি খসড়া সীমানা প্রকাশ করে, যেখানে ২৬১টি আসনের সীমানা অপরিবর্তিত রাখা হয় এবং ৩৯টি আসনে ছোটখাটো পরিবর্তন আনা হয়। প্রস্তাবিত সীমানা নিয়ে আপত্তি ও পরামর্শ জমা দেওয়ার শেষ সময় ছিল ১০ আগস্ট।

নির্ধারিত সময়ের মধ্যে ইসির কাছে ১ হাজার ৮৯৩টি আবেদন জমা পড়ে। এর মধ্যে ১ হাজার ১৮৫টি ছিল আপত্তি এবং ৭০৮টি ছিল পরামর্শ বা সুপারিশ। এসব আবেদন ৩৩ জেলার মোট ৮৪টি আসন সম্পর্কিত ছিল। ২৪ থেকে ২৭ আগস্ট পর্যন্ত টানা চার দিন ধরে এসব আপত্তি ও পরামর্শের শুনানি অনুষ্ঠিত হয়। সবকিছু পর্যালোচনা শেষে ইসি আজ চূড়ান্ত সীমানা প্রকাশ করে।

ইসি সচিব জানান, বিভিন্ন পক্ষ থেকে আসা মতামত বিবেচনায় নিয়ে প্রস্তাবিত খসড়ায় প্রয়োজনীয় পরিবর্তন আনা হয়েছে। এখন এই প্রজ্ঞাপনই হবে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য কার্যকর আসনসীমা।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন