Ridge Bangla

২৮ দিনেই আড়াই বিলিয়ন ডলারের রেমিট্যান্স

বাংলাদেশ রেমিট্যান্স

চলতি জুন মাসের প্রথম ২৮ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে আড়াই বিলিয়ন মার্কিন ডলারের বেশি, যা বাংলাদেশি মুদ্রায় ৩১ হাজার কোটি টাকারও বেশি। রোববার (২৯ জুন) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ১ থেকে ২৮ জুন পর্যন্ত প্রবাসীরা বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে পাঠিয়েছেন মোট ২৫৩ কোটি ৯২ লাখ ডলার। প্রতি ডলার ১২৩ টাকা ধরে এ অর্থের পরিমাণ দাঁড়ায় ৩১ হাজার ২৪১ কোটি টাকারও বেশি।

ব্যাংকভিত্তিক রেমিট্যান্স প্রবাহ:
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুনের এই ২৮ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে এসেছে ৫৫ কোটি ৬৪ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৩৬ কোটি ১২ লাখ ডলার এবং সর্বোচ্চ ১৬১ কোটি ৬১ লাখ ডলার এসেছে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে।

এর আগে ২০২৪ সালের মার্চ মাসে এক মাসে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ৩৩০ কোটি মার্কিন ডলার। এরপর মে মাসে এসেছে দ্বিতীয় সর্বোচ্চ ২৯৭ কোটি ডলার, যা এপ্রিলে আসা ২৭৫ কোটি ২০ লাখ ডলারকেও ছাড়িয়ে যায়।

বিশেষজ্ঞরা বলছেন, হুন্ডির মতো অবৈধ পথে রেমিট্যান্স পাঠানোর প্রবণতা হ্রাস, বৈধ পথে প্রণোদনা এবং মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে শ্রমবাজার সম্প্রসারণ এই রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির প্রধান কারণ। তাদের আশা, এই ইতিবাচক ধারা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন